সমাজকাল প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে গ্রেফতার না হলে থানাকে ঘেরাও করা হবে।
বিভিন্ন হল থেকে মিছিল করে শিক্ষার্থীরা সমবেত হন রাজু ভাস্কর্যের সামনে। সমাবেশে বক্তব্য দেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সী। তিনি বলেন,
“সাম্যের মৃত্যু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা করছে। কেউ কেউ মূখ্য দাবি হিসেবে নানা পদত্যাগ চাচ্ছে, কিন্তু আমাদের দাবি একটাই—সাম্য হত্যার বিচার। হত্যার ৭২ ঘণ্টা পার হলেও মূল ছুরিকাঘাতকারীকে এখনো গ্রেফতার করা হয়নি।”
অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও সংহতি প্রকাশ করে যোগ দেন। তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।
হত্যাকাণ্ডের পেছনের ঘটনা
গত মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাম্য ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র (২২২ নম্বর কক্ষ)। পাশাপাশি তিনি হল ছাত্রদলের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন।
ছাত্রদের অভিযোগ, হত্যাকাণ্ডের পেছনে সংঘবদ্ধ একটি চক্র জড়িত, যারা বিভিন্ন সময় হলে ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা চায়, এই চক্রের প্রতিটি সদস্যকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হোক।