১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Goverment

৩১ জুলাইয়ের মধ্যে সংশোধন হবে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ

৩১ জুলাইয়ের মধ্যে সংশোধন হবে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ—সরকারের আশ্বাসে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি স্থগিত, জাতীয় রাজস্ব ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতায় পৌঁছাল সরকার।

সমাজকাল প্রতিবেদক :

রাজস্ব খাতের সাম্প্রতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে সরকার ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে হয়েছে সমঝোতা। সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে স্থগিত হয়েছে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের টানা কর্মবিরতি।

রবিবার (২৫ মে) রাতে আয়োজিত এক দীর্ঘ আলোচনায় ‘জাতীয় রাজস্ব ঐক্য পরিষদ’-এর নেতৃবৃন্দকে আশ্বস্ত করা হয় যে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রস্তাবিত অধ্যাদেশ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে। সংশোধনের পর এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগ হিসেবে পুনর্গঠন করা হবে বলে জানানো হয়।

সরকার পক্ষের বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’ কার্যকর হবে না, যতক্ষণ না সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রয়োজনীয় সংশোধন আনা হয়।

জাতীয় রাজস্ব ঐক্য পরিষদ জানিয়েছে, সরকারের লিখিত প্রতিশ্রুতি এবং আলোচনার ইতিবাচক অগ্রগতির পরিপ্রেক্ষিতে কর্মবিরতি আপাতত স্থগিত করা হয়েছে।

পরিষদের নেতারা আরও বলেন, অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি টেকসই ও আধুনিক রাজস্ব কাঠামো গড়ে তোলার লক্ষ্যে তারা সরকারের সঙ্গে কার্যকর আলোচনায় থাকবেন।

এ বিষয়ে এক সিনিয়র কর্মকর্তা ‘সমাজকাল’-কে বলেন, “আমরা কোনো বাধা সৃষ্টি করতে চাই না। বরং এমন একটি কাঠামো চাই যা জাতীয় রাজস্ব ব্যবস্থাপনায় স্থায়িত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করবে।”

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn