১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
স্মরণ

২২ মে : মৃত্যুবরণ করেছেন যারা | সমাজকাল স্মরণে

 

আজ ২২ মে। ইতিহাসের পাতায় এই দিনটিতে বিদায় নিয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের খ্যাতিমান মানুষ, যাদের অবদান চিরস্মরণীয়। ‘সমাজকাল’ গভীর শ্রদ্ধায় স্মরণ করছে তাদের:

⚫ ১১৫৭ – সম্রাট গো-রেইজেই (জাপান)
জাপানি হেইয়ান যুগের এই সম্রাট মাত্র ১৮ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং রাজত্ব করেন ১০৩৬ সাল থেকে ১০৪৫ পর্যন্ত। রাজনৈতিকভাবে তাঁর রাজত্ব শান্তিপূর্ণ হলেও তাঁকে ঘিরে সামন্ততান্ত্রিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল সুস্পষ্ট। মৃত্যুর পর তিনি জাপানের বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী রাজস্মরণে স্থান পান।

⚫ ১৫৪৫ – শের শাহ সূরী (ভারত)
আফগান বংশোদ্ভূত এই শাসক হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন। তাঁর শাসনকাল ছিল কার্যকর প্রশাসনিক সংস্কার, করব্যবস্থার উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার বিস্তারে উজ্জ্বল। ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’ নির্মাণের মাধ্যমে উপমহাদেশে অর্থনৈতিক ও কৌশলগত অগ্রগতি এনে দেন। তিনি একটি দুর্ঘটনায় নিহত হন, কিন্তু তাঁর শাসনকাল ইতিহাসে রয়ে গেছে ‘সুশাসনের মডেল’ হিসেবে।

⚫ ১৮৮৫ – ভিক্টর হুগো (ফ্রান্স)
বিশ্বখ্যাত ফরাসি ঔপন্যাসিক, কবি ও রাজনীতিক ভিক্টর হুগো ছিলেন ফরাসি রোমান্টিসিজমের প্রধান পুরুষ। তাঁর বিখ্যাত উপন্যাস Les Misérables নিপীড়িতদের মুক্তির বার্তা বহন করে। হুগো ফ্রান্সের প্রজাতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষতা ও মানবাধিকার রক্ষায় আজীবন লড়েছেন। মৃত্যুর সময় তিনি ফ্রান্সের জাতীয় বীর হিসেবে সম্মানিত হন এবং প্যারিসের প্যান্থিওনে সমাহিত হন।

⚫ ১৮৯৮ – এডওয়ার্ড বেলামি (যুক্তরাষ্ট্র)
মার্কিন লেখক এবং সমাজতন্ত্রী এডওয়ার্ড বেলামির উপন্যাস Looking Backward ছিল তৎকালীন পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে এক প্রতিবাদী কল্পনা। সেখানে তিনি ২০০০ সালের সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্র কল্পনা করেন। বইটি আমেরিকান সমাজতান্ত্রিক রাজনীতিকে প্রভাবিত করে এবং শতাধিক বেলামি ক্লাব গঠনের মাধ্যমে গণআন্দোলনের রূপ নেয়।

⚫ ১৯৬৬ – টম গডার্ড (ইংল্যান্ড)
বিখ্যাত ইংরেজ অফ-স্পিন বোলার টম গডার্ড প্রথম শ্রেণির ক্রিকেটে ২,৯০০-এর বেশি উইকেট নিয়ে ইতিহাস গড়েন। গ্লস্টারশায়ার কাউন্টির হয়ে তিনি এক যুগেরও বেশি সময় রাজত্ব করেন। গডার্ড ছিলেন একজন প্রতিভাবান ও পরিশ্রমী ক্রীড়াবিদ, যিনি ইংরেজ বোলিংয়ের ইতিহাসে অমর হয়ে আছেন।

⚫ ১৯৬৭ – ল্যাংস্টন হিউজ (যুক্তরাষ্ট্র)
আফ্রো-আমেরিকান কবি ও সাহিত্যিক ল্যাংস্টন হিউজ হার্লেম রেনেসাঁ আন্দোলনের প্রাণ। তাঁর কবিতা, গান, নাটক ও গদ্য আফ্রিকান-আমেরিকান সমাজের জীবন, সংগ্রাম ও আত্মগৌরবকে তুলে ধরে। The Negro Speaks of Rivers সহ বহু কবিতা তাঁকে একজন ‘মানবতার কণ্ঠস্বর’ হিসেবে চিহ্নিত করে।

⚫ ১৯৯১ – শ্রীপাদ অমৃত ডাঙ্গে (ভারত)
কমিউনিস্ট নেতা ও শ্রমিক আন্দোলনের অন্যতম রূপকার শ্রীপাদ ডাঙ্গে ছিলেন ভারতীয় শ্রমিক রাজনীতির আদিগুরুদের একজন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় শ্রমিকদের সংগঠিত করতে গিয়ে বারবার কারাবরণ করেন। ১৯২৫ সালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর আদর্শ ভারতীয় বামপন্থার ভিত্তি রচনা করেছে।

⚫ ২০১১ – চিদানন্দ দাসগুপ্ত (ভারত)
ভারতের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম অগ্রদূত চিদানন্দ দাসগুপ্ত সত্যজিৎ রায়ের ঘনিষ্ঠ বন্ধু এবং ফিল্ম সোসাইটি আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি চলচ্চিত্রকে একটি শিল্পমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেছেন। ‘দ্য স্কিপিং’সহ তাঁর পরিচালিত ডকুমেন্টারিগুলি আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তিনি ভারতীয় সিনেমার ‘বুদ্ধিবৃত্তিক চিত্রবিশ্লেষক’ হিসেবে পরিচিত।

⚫ ২০১৮ – তাজিন আহমেদ (বাংলাদেশ)
বাংলাদেশের প্রথিতযশা অভিনেত্রী, নাট্যকার ও উপস্থাপক তাজিন আহমেদ টিভি ও মঞ্চ নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেন। তাঁর অভিনীত ‘আলো ছায়া’, ‘আঁধারে আলো’, ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানগুলি ব্যাপক জনপ্রিয়তা পায়। পাশাপাশি তিনি সাংবাদিকতা ও টেলিভিশন উপস্থাপনাতেও দক্ষতার ছাপ রেখে গেছেন। তাঁর মৃত্যু বাংলা সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

📌 ‘সমাজকাল’ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে তাঁদের, যাঁরা তাঁদের চিন্তা, কর্ম ও সৃষ্টিতে অমর হয়ে আছেন।

🕊️ তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn