১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
t20

হোয়াইটওয়াশ এড়াতে আজ ‘মরিয়া’ বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়াতে আজ ‘মরিয়া’ বাংলাদেশ, ইনজুরি, ব্যাটিং ব্যর্থতা ও মানসিক চাপ—সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জ লিটনদের সামনে।

সমাজকাল ডেস্ক:

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আজ রোববার শেষ ম্যাচে নামছে লিটন দাসের দল। সিরিজ ইতোমধ্যে হাতছাড়া, এবার লক্ষ্য শুধুই হোয়াইটওয়াশ এড়ানো। কিন্তু সে চ্যালেঞ্জ কতটা কঠিন, সেটাই এখন বড় প্রশ্ন।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশ যথাক্রমে হেরেছে ৩৭ ও ৫৭ রানে। দ্বিতীয় ম্যাচে পারফরম্যান্স আরও বাজে ছিল। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস অকপটে স্বীকার করেছেন, “আমরা ব্যাসিক জিনিসগুলো ঠিকঠাক করতে পারছি না। তবে এখনো একটা সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর।”

ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা

ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার—কেউই ধারাবাহিকতা দেখাতে পারছেন না। সামনে থেকে নেতৃত্ব দিতে হলে আজকের ম্যাচে লিটনকেই এগিয়ে আসতে হবে। শুধু নিজের ব্যাটেই নয়, বাকিদের উদ্বুদ্ধ করাও হবে তার বড় দায়িত্ব।

বোলিংয়ে সংকট, শরিফুল ছিটকে গেছেন

ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি এবার পেস আক্রমণেও ধাক্কা খেল বাংলাদেশ। চোটের কারণে সিরিজ শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এবার যুক্ত হলেন শরিফুল ইসলামও। ইনজুরিতে শেষ ম্যাচের বাইরে যেতে হচ্ছে এই গুরুত্বপূর্ণ পেসারকে। ফলে খর্বশক্তির বোলিং আক্রমণ নিয়েই আজ মাঠে নামতে হচ্ছে সফরকারীদের।

মানসিকতা হবে মূল চাবিকাঠি

শেষ ম্যাচে জয় পেতে হলে চাই জয়ের মানসিকতা ও দলীয় ঐক্য। পাকিস্তানের কন্ডিশনে খেলা সহজ নয়, তার ওপর চাপে থাকা দলটির সামনে আজ অনেক বড় চ্যালেঞ্জ। যদিও সব মিলিয়ে পারফরম্যান্সে ভাটার টান, তবে হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচেই লড়াইয়ে মরিয়া হয়ে উঠতে হবে টাইগারদের।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn