স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ছে ৫০১ কোটি টাকা, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে হয়েছে ৪১ হাজার ৯০৮ কোটি টাকা। দরিদ্রদের চিকিৎসা, টিকাদান ও কেয়ারগিভার প্রশিক্ষণে নতুন উদ্যোগ।
নিজস্ব প্রতিবেদক :
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে ৫০১ কোটি টাকা। নতুন অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বরাদ্দ দাঁড়িয়েছে ৪১ হাজার ৯০৮ কোটি টাকা, যা চলতি অর্থবছরে ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা।
আজ সোমবার বিকেল ৩টায় রাজধানীতে বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এটি মূল বাজেট হিসেবে ঘোষিত হলেও গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ৪৬ হাজার কোটি টাকা বেশি।
স্বাস্থ্য খাতের বিষয়ে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, “দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা বরাদ্দ এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক চাহিদার ভিত্তিতে কেয়ারগিভার খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা হলে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ যেমন বাড়বে, তেমনি প্রবাস আয় বাড়ানোর নতুন পথ খুলে যাবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।”
এছাড়া, নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।