১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Dudok-sunamgonj

সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগানকে সামনে রেখে আজ দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে দুদকের ১৭৬তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।
দুদক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়‌ ।

প্রধান অতিথির বক্তৃতায় দুদক কমিশনার বলেন, দুর্নীতি একটা ব্যাধি নয়, শোষণের হাতিয়ার। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে দুদক অনুঘোটক হতে পারে। এ যুদ্ধে জয়লাভ দুদকের একার পক্ষে সম্ভব নয়, সকল জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ঘুসখোর পরিবারে, সমাজে ঘৃণিত, ঘুসখোরের কোন সম্মানবোধ নেই। দুদক কমিশনার বলেন, ২০২৪ এর ছাত্র-জনতা গোটা জাতিকে প্রতিবাদী হতে শিখিয়েছেন। সকল জনগণকে তিনি অনুরোধ করেন আপনারা প্রতিবাদী হোন, ঘুস দিবেন না, দুদকের টোল ফ্রি হট লাইন ১০৬ তে ফোন দিয়ে আপনার অভিযোগ দেন, চিৎকার করে লোকজন ডাকবেন, ভিডিও করবেন তাহলে প্রতিষ্ঠানিক দুর্নীতি কমতে বাধ্য। সুনামগঞ্জের সকল জনগণ সচেতন হোন, আগামী একবছর পর সুনামগঞ্জ ঘুস-দুর্নীতিমুক্ত জেলা হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এর সভাপতিত্বে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয় সিলেট এর উপপরিচালক রাফী মো. নাজমুস সাদাত বক্তৃতা করেন । বক্তাগণ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুর্নীতি- বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলকে সজাগ হওয়ার আহ্বান জানান।
আজকের গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মোট ৪৫টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় । এর মধ্যে শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এর বিরুদ্ধে সরকারি চাকুরী বিধিমালা অনুযায়ী অসদাচরণ এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের সিদ্ধান্ত হয় এবং তার অসদাচরণ এর কারণে স্থায়ী বরখাস্তের জন্য শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়, পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করাসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে এবং সুনামগঞ্জ সদর উপজেলায় মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ৫কোটি টাকা আত্নসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত দেয়া হয়। ৬টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। এছাড়াও অন্যান্য অভিযোগের বিষয়গুলো ৩/৭ দিন সময় দিয়ে সংশ্লিষ্টদের সমাধান করে দেয়ার নির্দেশ দেয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn