১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Indigo

সীমান্তে উত্তেজনার ছায়া, সাত শহরে ফ্লাইট বাতিল

 

সমাজকাল ডেস্ক

ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার জেরে আজ মঙ্গলবার (১৩ মে) সাতটি সীমান্ত ঘেঁষা শহরের বিমানবন্দর থেকে সব ধরনের বেসামরিক ফ্লাইট বাতিল করেছে ভারতের প্রধান দুটি বিমান সংস্থা—এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলো।

🛑 বাতিল হওয়া শহরগুলোর তালিকা:

এয়ার ইন্ডিয়া: জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট।

ইন্ডিগো: জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসর, চণ্ডীগড় এবং রাজকোট।

এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়া জানায়—

“সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ও যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় রেখে ১৩ মে’র জন্য উল্লেখিত শহরগুলোর সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে, নতুন আপডেট দ্রুত জানানো হবে।”

একই ধরনের বিবৃতিতে ইন্ডিগো বলে—

“আমাদের যাত্রীদের সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আপনার যাত্রা পুনর্গঠনে সহায়তা করব।”

🛬 আংশিক চালু হয়েছিল এসব বিমানবন্দর

এই শহরগুলো ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (AAI)-এর অধীনে পরিচালিত ৩২টি বিমানবন্দরের অন্তর্ভুক্ত, যেগুলো গত সপ্তাহে সাময়িকভাবে বন্ধ ছিল। পরে সোমবার (১২ মে) সেগুলো ১৫ মে পর্যন্ত সীমিতভাবে পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়। কিন্তু মঙ্গলবারের ঘটনায় আবার নিরাপত্তা শঙ্কা বেড়ে যায়।

বাকি যেসব শহরে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে রয়েছে: আঢামপুর, অম্বালা, আওয়ান্তিপুর, বাথিন্দা, বিকানের, হালওয়ারা, হিন্দন, জয়সলমের, কাঁধলা, কাংড়া (ভূন্তার), কেশোড, কিশনগড়, কুল্লু মানালি, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পরবন্দর, সরসাওয়া, শিমলা, থয়সি ও উত্তরলাই।

🔥 উত্তেজনার সূত্র: অপারেশন সিন্দুর ও সন্ত্রাসবাদ

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহালগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। হামলার পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর ভারত ৭ মে চালায় ‘অপারেশন সিন্দুর’, যার আওতায় পাকিস্তান ও পিওকে-তে (পাক-অধিকৃত কাশ্মীর) লস্কর-ই-তৈবা, জইশ-ই-মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের অন্তত ৯টি ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। এতে ১০০-র বেশি জঙ্গি নিহত হয়।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পশ্চিমাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায়। তবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সফলভাবে এসব হামলা প্রতিহত করে। পরবর্তীতে ভারতও পাকিস্তানের অভ্যন্তরে সামরিক স্থাপনাগুলোর ওপর টার্গেটেড হামলা চালায়—যার মধ্যে ছিল রাডার ইনস্টলেশন, গোলাবারুদ ডিপো, ও নিয়ন্ত্রণ কক্ষ—বিশেষ করে রাফিকি, চকলায়া, রাহিম ইয়ার খান, সিয়ালকোট ও সুক্কুরে।

🤝 যুদ্ধবিরতি চুক্তি হলেও সতর্কতা অব্যাহত

১১ মে দুই দেশের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা এলেও সীমান্তে উত্তেজনা ও নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ এখনো কাটেনি। বিশেষত বিমান চলাচলের ক্ষেত্রে হুমকি থেকেই যাচ্ছে। ফলে ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্তকে যাত্রীসুরক্ষার নিরিখে সময়োচিত ও প্রয়োজনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো ১৩ মে সাতটি শহরের ফ্লাইট বাতিল করেছে। জম্মু, লেহ, অমৃতসর, রাজকোটসহ সীমান্ত ঘেঁষা অঞ্চলে সতর্কতা জারি।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn