সমাজকাল ডেস্ক :
সাংবাদিক সাইফ ইসলাম দিলালের পিতা মোহাম্মদ আবু তাহের ইন্তেকাল করেছেন। ডিআরইউর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। জানুন বিস্তারিত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক অর্থ সম্পাদক সাইফ ইসলাম দিলালের পিতা মোহাম্মদ আবু তাহের আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৮ মে) দিবাগত রাত সোয়া ১২টায় তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি দুই পুত্র, দুই কন্যাসহ নাতি-নাতনিদের রেখে গেছেন।
আজ সোমবার সকালে সীতাকুণ্ডের মৌলভিপাড়ায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক সাইফ ইসলাম দিলালের পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এক বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যোগাযোগ: সাইফ ইসলাম দিলাল – ০১৯২১-৪৬৬৭৪৭