১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Sooraj

‘সলমন স্যর জানতেন, আমি নির্দোষ’ — জিয়া খানের মৃত্যুকাণ্ড নিয়ে মুখ খুললেন সুরজ পাঞ্চোলি

সমাজকাল প্রতিবেদক :

২০১৩ সালে বলিউড অভিনেত্রী জিয়া খানের রহস্যময় আত্মহত্যা ভারতীয় চলচ্চিত্র অঙ্গনকে নাড়িয়ে দিয়েছিল। জিয়ার প্রেমিক সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া, তদন্ত ও মিডিয়া ট্রায়ালের মাঝে বারবার ঘুরেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার এই ঘটনার প্রেক্ষাপট নিয়ে মুখ খুললেন সুরজ নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরজ বলেন, বলিউড সুপারস্টার সলমন খান প্রথম থেকেই জানতেন তিনি নির্দোষ। তিনি বলেন, “সলমন স্যর আমাকে প্রশ্ন করেছিলেন, ‘সুরজ, তুমি কি খারাপ কিছু করেছ?’ আমি ‘না’ বলার পরই আর কোনো প্রশ্ন করেননি। আমার প্রতি তাঁর ভরসা ছিল অটুট। সেখান থেকেই আমি আমার প্রথম কাজের সুযোগ পেয়েছিলাম।”

সলমন খানের প্রযোজনাতেই সুরজের বলিউডে অভিষেক হয় ‘হিরো’ ছবির মাধ্যমে। সে সময় চলমান মামলা সত্ত্বেও বলিউডে তার প্রবেশ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। সুরজ জানান, সলমন নিজেও জানতেন একজন অভিযুক্ত দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত কী কী মুখোমুখি হতে হয়, কারণ তাঁর নিজের জীবনেও এমন অভিজ্ঞতা ছিল।

সুরজ আরও জানান, “আমাকে কখনোই আমার দিকের গল্প বলতে দেওয়া হয়নি। অনেকেই চুপ থাকতে বলেছিলেন, আমিও তাই করেছিলাম। এখন বুঝি, সেই সময় নিজের হয়ে কথা বলা উচিত ছিল।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি তদন্তে সর্বাত্মক সহযোগিতা করেছি, কিন্তু যখন নির্দোষ প্রমাণিত হলাম, তখন কেউ পাশে দাঁড়ায়নি। কেউ এটা নিয়ে কথা বলেনি, মিডিয়াও না।”

২০২৩ সালে সিবিআই এই মামলায় সুরজ পাঞ্চোলিকে সম্পূর্ণভাবে ক্লিনচিট দেয়। বর্তমানে তিনি ‘কেসরী বীর: লেজেন্ডস অফ সোমনাথ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আবার পর্দায় ফিরতে চলেছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলিউডে মিডিয়া ট্রায়ালের নির্দয়তা এবং সেলিব্রিটিদের ওপর সামাজিক চাপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn