১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
noab

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন, ৬-১০ জুন পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন, ৬-১০ জুন পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে,  ৫ থেকে ৯ জুন পর্যন্ত সংবাদপত্রে ছুটি ঘোষণা করেছে নোয়াব। ৬ থেকে ১০ জুন পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ হবে না।

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এই ছুটির সময়কালে সংবাদপত্র প্রকাশ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার (২৮ মে) নোয়াব সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ৯ জুন (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। এর ফলে ৬ জুন (শুক্রবার) থেকে ১০ জুন (মঙ্গলবার) পর্যন্ত দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

নোয়াবের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছুটির এই সময়কালে সংবাদপত্র অফিসসমূহ আভ্যন্তরীণ কার্যক্রম সীমিত পরিসরে চালাতে পারবে, তবে পাঠকদের জন্য পত্রিকার ছাপা কপি বা অনলাইন সংস্করণ নিয়মিতভাবে আপডেট হবে না।

এদিকে সমাজকাল-সহ দেশের সব জাতীয় দৈনিক একই সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার ছুটির সময়সীমা অনুসরণ করবে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn