১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Momtaj

শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ : রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের দাবি

সমাজকাল প্রতিবেদক :

জুলাই আন্দোলনে মিরপুর থানা এলাকার মো. সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।

আদালতের উত্তপ্ত পরিবেশ
বেলা ২টা ১৭ মিনিটে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের নিরাপত্তায় মমতাজ বেগমকে হাজির করা হয়। পরে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট এবং হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় তাকে এজলাসে আনা হয়। আদালতের ভেতরে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন, গরমে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকার কারণে শুনানি শুরু হওয়ার আগেই উত্তেজনা তৈরি হয়।

পাবলিক প্রসিকিউটরের আবেগঘন বক্তব্য
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে বলেন, “আমরা আবেগপ্রবণ জাতি। ভালো গায়ক বা অভিনেতাকে ভালোবাসি, সেটা তার রাজনৈতিক পরিচয় দেখে নয়। কিন্তু মমতাজ সেই আবেগকে ব্যবহার করে একনায়কতান্ত্রিক সরকারকে সহযোগিতা করেছেন।” তিনি আরও দাবি করেন, “শেখ হাসিনার অবসরে বা মন খারাপ থাকলে তাকে গান শুনাতেন মমতাজ। এমনকি সংসদে দাঁড়িয়ে তিনি শেখ হাসিনার প্রশংসায় গান গেয়েছেন— ‘আমার নেত্রী শেখ হাসিনা, সারা বিশ্বে নাই তার তুলনা।’”

তিনি সংসদে মমতাজের বক্তব্য উল্লেখ করে বলেন, “তিনি প্রশ্ন তুলেছেন, খালেদা জিয়ার বাবার নাম কী?” এ সময় আদালতে উপস্থিত আইনজীবীদের একাংশ ‘শেইম শেইম’ স্লোগান দেন।

তদন্ত কর্মকর্তার বক্তব্য ও মমতাজের প্রতিক্রিয়া
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মনিরুল ইসলাম আদালতে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মমতাজকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানিকালে কাঠগড়ায় বিমর্ষভাবে গালে হাত দিয়ে পিপির বক্তব্য শোনেন মমতাজ। তবে ‘হাসিনাকে গান শোনানোর’ বক্তব্যে এজলাসে হাস্যরস ছড়িয়ে পড়ে, মমতাজও হেসে ওঠেন।

আসামিপক্ষের নীরবতা
শুনানির এক পর্যায়ে মমতাজের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট রেজাউল করিমকে শনাক্ত করেন তিনি। তবে আইনজীবী আদালতকে জানান, “আজ আমার কোনো বক্তব্য নেই।” এরপর বিচারক রিমান্ডের আদেশ দেন।

আদালতের আদেশ
বেলা ৩টা ২৮ মিনিটে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে মমতাজ বেগম পুলিশ হেফাজতে রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn