১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
স্টার লিংক

যাত্রা স্টারলিংকের, আজ থেকেই অর্ডার নেওয়া শুরু

সমাজকাল প্রতিবেদক :

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা স্টারলিংক। আজ থেকেই অর্ডার নেওয়া শুরু। থাকছে ৩০০ Mbps পর্যন্ত স্পিড ও আনলিমিটেড ডেটা সুবিধা।
স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে। আজ মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটি তাদের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে বাংলাদেশে কার্যক্রম শুরুর ঘোষণা দেয়। এর মাধ্যমে দেশজুড়ে প্রিমিয়াম গ্রাহক এবং দুর্গম অঞ্চলের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হলো।

স্টারলিংকের এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

যা আছে স্টারে লিংকে

  • দুটি প্যাকেজ, কোনো স্পিড বা ডেটা সীমা নেই।
    স্টারলিংক বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করছে দুটি পৃথক ইন্টারনেট প্যাকেজ দিয়ে:
    Starlink Residence: মাসিক খরচ ৬,০০০ টাকা
  • Starlink Residence Lite: মাসিক খরচ ৪,২০০ টাকা

উভয় প্যাকেজেই রয়েছে আনলিমিটেড ডেটা এবং ৩০০ Mbps পর্যন্ত গতি। তবে, যাত্রার শুরুতে ব্যবহারকারীদের এককালীন ৪৭,০০০ টাকার সেটআপ কিট কিনতে হবে।

প্রান্তিক ও দুর্গম এলাকার জন্য প্রযুক্তিগত বিপ্লব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, “স্টারলিংকের এই সেবা কিছুটা খরচসাপেক্ষ হলেও এটি উচ্চমানের, স্থিতিশীল এবং দ্রুতগতির ইন্টারনেটের একটি টেকসই বিকল্প হয়ে উঠতে পারে।”

তিনি আরও জানান, যেসব এলাকায় এখনো ফাইবার অপটিক ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে স্টারলিংক এনজিও, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এবং গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন দিগন্তের সূচনা করবে।

৯০ দিনের ঘোষণার বাস্তবায়ন

স্টারলিংক আগে থেকেই বলেছিল, বাংলাদেশে ৯০ দিনের মধ্যে তারা কার্যক্রম শুরু করবে। আজকের ঘোষণার মাধ্যমে সেই প্রতিশ্রুতি পূরণ হলো। এখন থেকে www.starlink.com ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশের যে কেউ সরাসরি সেবা প্রি-অর্ডার করতে পারবেন।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn