সমাজকাল প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে আজও রাজপথে বিক্ষোভ করেছেন তার সমর্থকেরা। রোববার সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে তারা নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান করেন, ফলে ভবনটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
বিক্ষোভকারীদের স্লোগানে উঠে আসে— ‘ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সঙ্গে’, ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’—এমন সব দাবির ঝড়। ‘ঢাকাবাসী’ ব্যানারে সংগঠিত এসব আন্দোলনকারীরা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে জড়ো হন নগর ভবনের সামনে।
📌 আন্দোলনের পেছনের প্রেক্ষাপট:
গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এক রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। কিন্তু এখনো পর্যন্ত শপথ অনুষ্ঠানের ঘোষণা আসেনি, যা নিয়ে ক্ষোভে ফুঁসছে ইশরাকের সমর্থকেরা।
গত কয়েকদিন ধরেই এই দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ইশরাকপন্থীরা।
১৬ মে শুক্রবার: জুমার নামাজের পর নগর ভবনের বিভিন্ন ফটকের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।
১৭ মে শনিবার: পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেদিন বিক্ষোভকারীরা নগর ভবনের সব প্রবেশপথে তালা ঝুলিয়ে দেয়। সচিবালয়ের দিকেও মিছিল নিয়ে অগ্রসর হয় তারা, পরে আবার নগর ভবনে ফিরে এসে অবস্থান নেয়।
১৮ মে রবিবার: টানা তৃতীয় দিনের মতো নগর ভবন অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
🧾 রাজনৈতিক প্রেক্ষাপট:
ইশরাক হোসেন প্রয়াত বিএনপি নেতা এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সন্তান। বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশ এই আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন দিলেও দলীয় অবস্থান এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
নগর ভবনের মতো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন টানা তিন দিন ধরে কার্যত অবরুদ্ধ থাকায় নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, যা এই অচলাবস্থা আরও দীর্ঘায়িত করতে পারে।