সমাজকাল ডেস্ক:
আজ ২৪ মে। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৪তম (অধিবর্ষে ১৪৫তম) দিন। বছর শেষ হতে বাকি ২২১ দিন। এই দিনে ইতিহাসে বহু খ্যাতনামা ব্যক্তি বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। তাদের স্মরণে সমাজকালের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
নিকলাস কপারনিকাস (মৃ. ১৫৪৩)
বিশ্বখ্যাত পোলিশ জ্যোতির্বিজ্ঞানী, যিনি সৌরকেন্দ্রিক মহাজাগতিক তত্ত্বের প্রবর্তক। তাঁর কাজ বিজ্ঞানের জগতে এক যুগান্তকারী বিপ্লব ঘটায়।
বিহারীলাল চক্রবর্তী (মৃ. ১৮৯৪)
উনবিংশ শতাব্দীর প্রভাবশালী বাঙালি গীতিকবি। তাঁর কাব্যে বাঙালির আবেগ ও রোমান্টিকতা মূর্ত হয়ে উঠেছিল।
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (মৃ. ১৯০৩)
ঊনবিংশ শতাব্দীর জাতীয়তাবাদী চেতনার কবি। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেরণাসূত্র হয়ে উঠেছিলেন তাঁর কবিতার মাধ্যমে।
কার্ল বেন্ডা (মৃ. ১৯৩২)
জার্মান অণুজীববিজ্ঞানী। কোষতত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর নাম অনুসারে ‘বেন্ডা বডি’ নামক কোষীয় গঠন পরিচিত।
অমিতা সেন (মৃ. ১৯৪০)
রবীন্দ্রসংগীতে পারদর্শী ও ১৯৩০-এর দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। বাংলা সঙ্গীতকে জনপ্রিয় করে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জন ফস্টার দুললেস (মৃ. ১৯৫৯)
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী। স্নায়ুযুদ্ধের সময় আমেরিকার পররাষ্ট্রনীতিতে মুখ্য ভূমিকা পালন করেন।
জাকির হোসাইন (মৃ. ১৯৭১)
পূর্ব পাকিস্তানের প্রাক্তন গভর্নর ও পাকিস্তানের তৃতীয় রাষ্ট্রপতি। রাজনীতিতে তাঁর ভূমিকা ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
তৃপ্তি মিত্র (মৃ. ১৯৮৯)
বাংলা মঞ্চনাটকের কালজয়ী অভিনেত্রী। বিজন ভট্টাচার্য ও উৎপল দত্তদের সঙ্গে কাজ করে নাট্যমঞ্চে নিজস্ব শক্ত অবস্থান গড়ে তুলেছিলেন।
শৈলজারঞ্জন মজুমদার (মৃ. ১৯৯২)
রবীন্দ্রসংগীতের বিশিষ্ট প্রশিক্ষক ও ভারতীয় সঙ্গীতজ্ঞ। শান্তিনিকেতনে দীর্ঘকাল শিক্ষকতা করেছেন।
হ্যারল্ড উইলসন (মৃ. ১৯৯৫)
যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে ব্রিটেনে সমাজতান্ত্রিক চিন্তাধারার এক নতুন ধারা সূচিত হয়।
তপেন চট্টোপাধ্যায় (মৃ. ২০১০)
বিশিষ্ট অভিনেতা, সত্যজিৎ রায়ের ‘গুপী গায়েন বাঘা বায়েন’ চলচ্চিত্রে গুপী চরিত্রে অভিনয় করে অমর হয়ে আছেন।
বেবী ইসলাম (মৃ. ২০১০)
বাংলাদেশি চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তাঁর অবদান স্মরণীয়।
ডেভিড অ্যালেন (মৃ. ২০১৪)
ইংলিশ ক্রিকেটার। ১৯৫০ ও ৬০-এর দশকে ইংল্যান্ড ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ছিলেন।
খালেদা একরাম (মৃ. ২০১৬)
প্রখ্যাত শিক্ষাবিদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য। নারী নেতৃত্বের প্রতীক হিসেবে তিনি স্মরণীয়।
মকবুল হোসেন (মৃ. ২০২০)
বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য (ঢাকা-৯)। কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।