মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম, ২০১৪ সালের মৃত্যুদণ্ডের রায় আজ বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
নিজস্ব প্রতিবেদক :
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলাম সর্বোচ্চ আদালতের রায়ে খালাস পেয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতভাবে তার আপিল মঞ্জুর করেন এবং পূর্ববর্তী মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে দেন।
এর ফলে অন্য কোনো মামলায় গ্রেফতার না থাকলে আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা, যেখানে মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পর কোনো অভিযুক্ত সম্পূর্ণ খালাস পেলেন।
রায়ের পটভূমি
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।
এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের জানুয়ারিতে আপিল করলে ২০১৯ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে।
পরে ২০২০ সালের ১৯ জুলাই আজহারুল ইসলাম রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। শুনানি শেষে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানির অনুমতি দেয়। দীর্ঘ শুনানি শেষে আজকের রায়ে তাকে খালাস দেওয়া হয়।
মামলার প্রেক্ষাপট
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট মগবাজার থেকে গ্রেফতার করা হয় আজহারুলকে। গ্রেফতারের পর থেকে তিনি কারাগারেই ছিলেন।
শুনানিতে অংশগ্রহণ
আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও সৈয়দ মো. রায়হান উদ্দিন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।