১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ২১-এ বাগদান রশ্মিকা মন্দানার

মাত্র ২১-এ বাগদান রশ্মিকা মন্দানার বাগদান হয়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দানার। কিন্তু কেন ভেঙে যায় সেই সম্পর্ক? কে ছিলেন তার প্রথম প্রেম? জানুন রশ্মিকার অতীত সম্পর্কের অজানা গল্প এই প্রতিবেদনে।
বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রশ্মিকা মন্দানা আজ শুধু দক্ষিণে নয়, বলিউডেও এক উজ্জ্বল নাম। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করে তিনি রাতারাতি হয়ে যান জাতীয় তারকা। তবে এই জনপ্রিয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেও রয়েছে এক অনুচ্চারিত অধ্যায়— মাত্র ২১ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু কেন ভেঙে গেল সেই সম্পর্ক?

‘কিরিক পার্টি’ থেকেই প্রেমের শুরু
২০১৬ সালে রশ্মিকার অভিনয়জীবন শুরু হয় কর্ণাটকের জনপ্রিয় অভিনেতা রক্ষিত শেট্টির বিপরীতে ‘কিরিক পার্টি’ ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন ‘কান্তারা’-খ্যাত ঋষভ শেট্টি। সিনেমাটি বক্স অফিসে অভাবনীয় সাফল্য পায়— মাত্র ৪ কোটি টাকার বাজেটে তৈরি হওয়া এই ছবি ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করে নেয়।

শুটিং ফ্লোরেই রশ্মিকা ও রক্ষিতের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব, যা দ্রুতই রূপ নেয় ভালোবাসায়। সেই প্রেম এতটাই গভীর হয়ে ওঠে যে, মাত্র এক বছরের মধ্যেই তারা সিদ্ধান্ত নেন একসঙ্গে পথ চলার।

বাগদান, কিন্তু পরিণয় নয়
২০১৭ সালের ৩ জুলাই পরিবারের সম্মতিতে সাড়ম্বরে তাদের বাগদান সম্পন্ন হয়। সে সময় রশ্মিকার বয়স মাত্র ২১ বছর, আর রক্ষিতের বয়স ৩৪। বয়সের এই বিস্তার সত্ত্বেও সম্পর্কটি দৃঢ় বলেই মনে হয়েছিল অনেকের কাছে।

তবে বাইরের হাসিমুখের আড়ালে সম্পর্কের ভিতরে জমতে থাকে দূরত্ব। বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সূত্র মতে, বাগদানের পর থেকেই দু’জনের মধ্যে ব্যক্তিত্বগত ও মানসিক অমিল দেখা দেয়। দু’জনের কেরিয়ার লক্ষ্য ও জীবনদর্শন আলাদা হওয়ায় ধীরে ধীরে টানাপোড়েন বাড়তে থাকে।

অবশেষে ২০১৮ সালে প্রকাশ্যে আসে তাদের বিচ্ছেদের খবর। যদিও কেউ প্রকাশ্যে কাউকে দোষারোপ করেননি, তবে দু’জনেই পরে জানিয়েছেন— এটি যৌথভাবে নেওয়া একটি পরিণত সিদ্ধান্ত ছিল।

নতুন সম্পর্কের গুঞ্জন
বর্তমানে রশ্মিকার সঙ্গে অভিনেতা বিজয় দেবরকোন্ডার সম্পর্কের গুঞ্জন বলিপাড়ার চেনা আলোচনা। ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। যদিও বিজয়-রশ্মিকা এখনও পর্যন্ত তাঁদের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি, তবে দুজনকে বহুবার একসঙ্গে ছুটি কাটাতে বা পার্টিতে দেখা গেছে।

তবে রশ্মিকার মতে, “ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অহেতুক চর্চা নয়, আমি চাই মানুষ আমার কাজ দিয়ে আমাকে চিনুক।”
রক্ষিত শেট্টি কর্ণাটক সিনেমার একজন সফল পরিচালক ও অভিনেতা। ‘অভানে শ্রিমান নারায়ণ’ এবং ‘777 চার্লি’ তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজ।

রশ্মিকার জীবনের অতীত সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে নেতিবাচক কিছু বলেননি রক্ষিত। বরং তিনি বারবার রশ্মিকার কাজের প্রশংসাই করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn