বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল নিয়ে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণার ভুয়া খবর : ভারতীয় সংবাদমাধ্যম Northeast News-এর প্রতিবেদন নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর তীব্র প্রতিবাদ
সমাজকাল ডেস্ক:
বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সংবাদমাধ্যম Northeast News-এর একটি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। উক্ত গণমাধ্যমটি “Bangladesh to declare Cox’s Bazar to Bandarban area as a Military Operations Zone” শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে দাবি করে, কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত অঞ্চলকে বাংলাদেশ ‘সামরিক অভিযান অঞ্চল’ হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে এবং সেনাবাহিনী নাকি ‘সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে’— যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, মিথ্যা ও কল্পনাপ্রসূত।
আজ আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “এই সংবাদ একটি সুপরিকল্পিত অপপ্রচার যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা। দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “সেনাবাহিনী কখনোই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয়নি, বরং দেশের সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।”
বাংলাদেশ সেনাবাহিনী এটিকে সাংবাদিকতা নয়, বরং একটি “ধারাবাহিক ও বিদ্বেষপ্রসূত কুৎসা রচনার অংশ” হিসেবে উল্লেখ করে বলে, “জাতীয় স্বার্থে আমরা কখনো আপস করিনি, করবও না। এই জাতিকে বিভ্রান্ত করার যে কোন অপচেষ্টা বরদাশত করা হবে না।”
প্রতিরক্ষা সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কোনো ধরনের নতুন সামরিক ঘোষণা বা বিশেষ জোন গঠনের সিদ্ধান্ত হয়নি। অঞ্চলটিতে সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তা রক্ষায় অন্যান্য সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে, যেমনটি দেশের যেকোনো গুরুত্বপূর্ণ অঞ্চলে হয়ে থাকে।
বাংলাদেশের সাধারণ জনগণ ও স্বাধীন গণমাধ্যমকে এ ধরনের বিদেশি অপপ্রচারের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
বাংলাদেশের কক্সবাজার-বান্দরবান অঞ্চলকে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণা নিয়ে Northeast News-এর ভুয়া সংবাদকে বাংলাদেশ সেনাবাহিনী তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে।