বিশ্বে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান ১৫তম, স্ট্যাটিস্টার প্রতিবেদনে উঠে এল তথ্য, দেশে প্রায় ৭ কোটি ৭৭ লাখ ইন্টারনেট ব্যবহারকারী
সমাজকাল ডেস্ক:
বিশ্বজুড়ে ডিজিটাল সেবা ব্যবহারের বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান আরও এগিয়েছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৫তম। দেশটিতে বর্তমানে প্রায় ৭ কোটি ৭৭ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত ‘Internet and Social Media Users in the World’ শীর্ষক এই সমীক্ষায় বিশ্বের শীর্ষ ২৫টি দেশের তালিকায় বাংলাদেশ স্থান পেয়েছে।
শীর্ষ অবস্থানে কারা?
প্রতিবেদনে দেখা যায়, চীন বিশ্বে সর্বোচ্চ সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারীর দেশ, যেখানে প্রায় ১ হাজার ১১০ মিলিয়ন (১১১ কোটি) মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এরপর রয়েছে ভারত (৮০ কোটি ৬০ লাখ), যুক্তরাষ্ট্র (৩২ কোটি ২০ লাখ), ইন্দোনেশিয়া (২১ কোটি ২০ লাখ) এবং ব্রাজিল (১৮ কোটি ৩৮ লাখ)।
বাংলাদেশের আগে রয়েছে জার্মানি (৭ কোটি ৮৯ লাখ) ও ভিয়েতনাম (৭ কোটি ৯৮ লাখ) এবং পরে রয়েছে তুরস্ক (৭ কোটি ৭৩ লাখ), ইরান (৭ কোটি ৩২ লাখ) ও লন্ডন (৬ কোটি ৭৮ লাখ)।
ভিন্ন তথ্য বিটিআরসির
তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা আরও বেশি—প্রায় ১৩ কোটি ৮ লাখ ২০ হাজার। এর মধ্যে বড় অংশই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। মোবাইল ফোন গ্রাহক রয়েছে প্রায় ১৮ কোটি ৬২ লাখ ২০ হাজার।
বিশেষজ্ঞদের মতে, স্ট্যাটিস্টার তথ্যে শুধুমাত্র সক্রিয় ও নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের দ্বারা ‘usage frequency’ বা নিয়মিত ব্যবহার নির্ণয় করা সম্ভব।
– সংক্ষেপে:
🔸 বিশ্বে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা: ৭.৭৭ কোটি (স্ট্যাটিস্টা)
🔸 বিশ্বে অবস্থান: ১৫তম
🔸 বিটিআরসি অনুসারে: ১৩.০৮ কোটি ইন্টারনেট গ্রাহক
🔸 মোবাইল গ্রাহক সংখ্যা: ১৮.৬২ কোটি