সমাজকাল প্রতিবেদক, সিলেট
সিলেটে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি জনগণের দল, আওয়ামী লীগ থেকে সদস্য আমদানির প্রয়োজন পড়ে না।’
সোমবার (১৯ মে) বিকেলে সিলেট নগরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিলেট বিভাগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, “বিএনপি থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে। বিএনপি দুর্বল হলে বাংলাদেশ দুর্বল হয়ে পড়বে। বিএনপির জন্ম না হলে দেশে বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থা আসত না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হতো না। সুতরাং বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার।”
তিনি আরও বলেন, “আমরা শুনছি বিএনপি আওয়ামী লীগ থেকে লোক আনছে। কিন্তু প্রশ্ন হলো, বিএনপির কি এত আকাল পড়েছে? যে দলের (আওয়ামী লীগ) ডিএনএতেই গণতন্ত্র নেই, তাদের থেকে বিএনপির সদস্য হওয়ার প্রয়োজন হয় না। আমরা বিশ্বাস করি—যে ব্যক্তি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করেন, তিনিই বিএনপির সদস্য হতে পারবেন।”
এ সময় তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে গণহত্যা ও দমন-পীড়নের অভিযোগ তুলে বলেন, “গত ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। তারা ইতিহাসের সবচেয়ে নৃশংস দমন-পীড়ন চালিয়েছে। এখনও তারা অনুশোচনাহীন। তারেক রহমান ২০২৩ সালেই রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা দিয়েছিলেন—আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কোষাধ্যক্ষ এম. রাসেদুজ্জামান মিল্লাত এবং সম্মানিত অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, এম এ মালিক, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন এবং সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার।