হজ ২০২৫: এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৮০ হাজার ৭২৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। বিমান বাংলাদেশ ও অন্যান্য এয়ারলাইন্স মিলিয়ে ২০৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ জন হজযাত্রী। শনিবার (৩১ মে) রাত পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ২০৮টি ফ্লাইটে এসব হজযাত্রী মক্কায় পৌঁছেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের অধীন হজ অফিস।
হজ অফিস সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৪টি ফ্লাইট পরিচালনা করে ৪০ হাজার ২৪৯ জন হজযাত্রী বহন করেছে। সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ৭৬টি ফ্লাইটে ২৯ হাজার ১৪৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৩০ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন। ঢাকায় সৌদি দূতাবাস এ পর্যন্ত ৮৬,৯৪৫টি ভিসা ইস্যু করেছে। হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন জানান, বিমানের আরও ১৪টি, সৌদি এয়ারলাইন্সের ৪টি এবং ফ্লাইনাসের ৬টি ফ্লাইট বাকি রয়েছে।
হজ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে মক্কার বাংলাদেশ হজ অফিসে হজ প্রতিনিধিদল-২০২৫ এর একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় মিনা, আরাফাত ও মক্কায় আবাসন, পরিবহন ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, হজ কাউন্সিলর, মেডিক্যাল টিমের প্রধানসহ বিভিন্ন টিমের প্রতিনিধিরা।
হজ অফিসের বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১৫ জন হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। তাঁদের মৃত্যু বার্ধক্যজনিত জটিলতা ও অন্যান্য স্বাস্থ্যগত কারণে হয়েছে।
প্রথম হজ ফ্লাইটটি ২৯ এপ্রিল ৩৯৮ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি রওনা হয়েছিল। চাঁদের অবস্থান অনুযায়ী আগামী ৬ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হবে ১০ জুন এবং চলবে ১০ জুলাই পর্যন্ত।