১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Hajj

বাংলাদেশি হাজীদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮টি টিম

বাংলাদেশি হাজীদের সেবায় মিনায় দায়িত্ব পালন করবে ১৮টি টিম,  সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা ও দায়িত্ব বর্ণনা।

নিজস্ব প্রতিবেদক :

আগামীকাল বুধবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। ৮ জিলহজ্ব হজযাত্রীরা মিনা অভিমুখে যাত্রা করবেন। বাংলাদেশি হাজীদের সেবায় এবার মিনায় দায়িত্ব পালন করবে মোট ১৮টি টিম। আজ সৌদি আরবের মক্কা আল মোকাররমায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস থেকে এই টিম গঠন সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে।

গতকাল (সোমবার) অনুষ্ঠিত হজ মনিটরিং কমিটির এক বৈঠকে হাজীদের হজ পালন আরও সহজ ও নিরাপদ করতে বিভিন্ন দায়িত্ব ভাগ করে এসব টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুসারেই কাউন্সিলর (হজ) আনুষ্ঠানিকভাবে এই আদেশ জারি করেন।

সরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের মিনা পৌঁছে দেওয়া এবং হজ শেষে আবার হোটেলে ফেরত আনার দায়িত্বে চারটি পৃথক টিম গঠন করা হয়েছে। এসব টিমে দায়িত্ব পালন করবেন ১০ জন কর্মকর্তা।

এছাড়া, মিনার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে হাজীদের দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে আরও ছয়টি টিম কাজ করবে। প্রতিটি স্থানে তিন শিফটে মোট ৮৭ জন প্রশাসনিক, কারিগরি এবং সহায়ক কর্মী দায়িত্ব পালন করবেন।

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য নির্ধারিত তাবু পরিদর্শনের উদ্দেশ্যে গঠিত হয়েছে আরও আটটি টিম। ২৩ সদস্যবিশিষ্ট এই টিমগুলো মিনার ৫ নম্বর জোনে অবস্থান করে বেসরকারি সেবা প্রদানকারী বিভিন্ন কোম্পানির তাবুগুলো পর্যবেক্ষণ ও সমন্বয়ের কাজ করবেন।

উল্লেখ্য, এ বছর বেসরকারি হজ এজেন্সিগুলো আটটি সেবা প্রদানকারী কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এসব কোম্পানি হলো:
রাউয়াফ মিনা, ইসওর আল মাশায়ের, এম বাই মিলেনিয়াম, রেহলাত মানাফে, একরাম আদ দইউফ, মাশারিক আল মুতামাইজাহ, ফ্লাইনাস ও আল রিফাদাহ। এই কোম্পানিগুলোর মাধ্যমে হাজীদের সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট টিমগুলো সার্বক্ষণিক তদারকি চালাবে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn