বদলে গেল ন্যাশনাল ব্যাংকের নাম, যুক্ত হলো ‘পিএলসি’, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এ পরিবর্তন কার্যকর হয়েছে ২৭ মে থেকে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ‘ন্যাশনাল ব্যাংক লিমিটেড’-এর নাম এখন ‘ন্যাশনাল ব্যাংক পিএলসি’।
নিজস্ব প্রতিবেদক:
দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড এখন থেকে পরিচিত হবে ন্যাশনাল ব্যাংক পিএলসি নামে। মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে নাম পরিবর্তনের ঘোষণা দেয়।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানি আইন ১৯৯৪-এর ১১ক(ক) ধারা এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ৩৭ (২) (সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই পরিবর্তন কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ স্বাক্ষর করেছেন। এ নির্দেশনার অনুলিপি দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
কেন যোগ হলো ‘পিএলসি’?
অনেকেই জানতে চাচ্ছেন, হঠাৎ করে ব্যাংকগুলোর নামের শেষে ‘পিএলসি’ যোগ করার প্রয়োজন কেন পড়ছে? বিষয়টি প্রথম আলোচনায় আসে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি, যখন বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষে ‘পাবলিক লিমিটেড কোম্পানি’ বা PLC (Public Limited Company) উল্লেখ করতে হবে।
এই নির্দেশনার অংশ হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যাংক তাদের নাম পরিবর্তন করে ‘পিএলসি’ যোগ করেছে। এবার সেই ধারাবাহিকতায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড-ও নাম বদলে ন্যাশনাল ব্যাংক পিএলসি হয়েছে।
‘পিএলসি’ যুক্ত করা হচ্ছে আন্তর্জাতিক আর্থিক রিপোর্টিংয়ের মান ও স্বচ্ছতা বজায় রাখার অংশ হিসেবে।
এতে করে ব্যাংকগুলোর করপোরেট কাঠামো ও দায়বদ্ধতা আরও স্পষ্টভাবে চিহ্নিত হবে।