প্রধান উপদেষ্টা ইউনূসের বার্তা: প্রতিবন্ধকতা কাটিয়ে অর্পিত দায়িত্ব পালন করতে হবে
সমাজকাল প্রতিবেদক :
সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠক ও পরবর্তী উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার সভায় তিনি এ মন্তব্য করেন।
বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের সামনে প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরে বলেন, “প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। তিনি স্পষ্ট করে বলেছেন—আমরা যেহেতু এই দায়িত্ব পেয়েছি, তা থেকে সরে যাওয়ার সুযোগ নেই। দায়িত্ব পালনকালে নানা প্রতিবন্ধকতা আসবেই, কিন্তু আমাদের তা অতিক্রম করে সামনে এগোতেই হবে।”
তিনি আরও জানান, “এই দায়িত্বের সঙ্গে দেশের ভবিষ্যৎ জড়িয়ে আছে। এখন সঠিক পথে চলার সময়।”
শনিবার সকাল ১১টায় এনইসি সম্মেলনকক্ষে একনেকের ১১তম সভা শুরু হয়। এতে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বেলা সোয়া ১২টার দিকে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শুরু হয়, যা চলে ২টা ২০ মিনিট পর্যন্ত। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ১৯ জন উপদেষ্টা অংশ নেন।
এনইসি সম্মেলনকক্ষ থেকে একনেক বৈঠক শেষে সচিবরা বেরিয়ে গেলেও সাংবাদিকদের জন্য কোনও আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হয়নি, যা সাধারণত এই ধরনের সভার পর হয়ে থাকে।
উল্লেখ্য, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ড. ইউনূসের পদত্যাগ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে শনিবারের বৈঠকের পর স্পষ্ট হলো, তিনি দায়িত্বে বহাল আছেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনে আগ্রহী।