১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ICT-Tribunal

পুনর্গঠিত ট্রাইব্যুনালে মামলা দাখিল শুরু

পুনর্গঠিত ট্রাইব্যুনালে মামলা দাখিল শুরু

সমাজকাল প্রতিবেদক:
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। রোববার সকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এটি পুনর্গঠিত ট্রাইব্যুনালে আনীত প্রথম অভিযোগ, যা বিচার প্রক্রিয়া শুরুর পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জানা গেছে, মামলাটি ২০২৪ সালের জুলাই মাসে রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট ৮ জন। এদের মধ্যে চারজন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকি চারজন পলাতক।

আসামিরা হলেন:

  • ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান
  • সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী
  • রমনার সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম
  • সহকারী কমিশনার মো. ইমরুল
  • শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন
  • কনস্টেবল মো. সুজন হোসেন
  • ইমাজ হোসেন
  • মো. নাসিরুল ইসলাম

এই মামলায় আগে গত ২১ এপ্রিল তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আজকের শুনানিতে কারাগারে থাকা চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা হয়। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের বিচারে নতুন করে কার্যক্রম শুরু করেছে ট্রাইব্যুনাল।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn