পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি, ‘ধুমকেতু’ নিয়ে মুখ খুললেন রুক্মিণী!
সমাজকাল ডেস্ক:
টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী আবার বড় পর্দায় একসঙ্গে! বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘ধুমকেতু’। ছবিটির মাধ্যমে বহু বছর পর ফের একসঙ্গে কাজ করলেন দেব-শুভশ্রী, তাঁদের বিচ্ছেদের পর এই প্রথম আবার জুটি বাঁধলেন পর্দায়।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন। সঙ্গে রয়েছেন প্রযোজক রাণা সরকার ও দেব নিজেও। ছবির প্রচারের জন্যও প্রস্তুত টিম ‘ধুমকেতু’। ইতিমধ্যেই দেব নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবির কিছু ঝলক শেয়ার করেছেন।
প্রশ্ন উঠছে—এই ছবির প্রচারে কি আগের মতোই একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে? ঘনিষ্ঠ মহলে ইতিবাচক ইঙ্গিতই মিলেছে। অনেকেই আশা করছেন, তাঁদের পুরনো রসায়ন আবারও বড় পর্দায় আলো ছড়াবে।
তবে এই প্রসঙ্গে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ নাম—দেবের বর্তমান সঙ্গিনী রুক্মিণী মৈত্র। দেব-শুভশ্রী জুটির পর্দায় ফিরে আসা নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি আজকাল ডট ইন-কে বলেন, “আমি নিজেও এই ছবি দেখার জন্য অপেক্ষা করে আছি।” হাসিমুখে মন্তব্য করলেও এই মন্তব্যের মধ্যে চাপা দ্বিধা কি ছিল? সেই প্রশ্ন থেকেই যায়।
উল্লেখ্য, দেব-শুভশ্রীর প্রেম ও বিচ্ছেদ নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় চর্চা চলে। অপরদিকে, দেব-রুক্মিণী জুটিকেও অনেকে পছন্দ করেন। তবে দেব ও শুভশ্রী পেশাগতভাবে নিজেদের সম্পর্কের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন, তা এই ছবির মধ্যেই প্রমাণিত।
১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ধুমকেতু’। দেব-শুভশ্রী অনুরাগীরা দিন গুনছেন এই বিশেষ দিনটির জন্য। সেই তালিকায় এবার রুক্মিণী মৈত্রও যুক্ত হলেন—এ যেন এক নতুন অধ্যায়ের শুরু।