১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
AB-PARTY

পদত্যাগ নয়, সমঝোতা চান এবি পার্টি

এবি পার্টির জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ নয়, বরং রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমঝোতার আহ্বান জানানো হয়।

সমাজকাল প্রতিবেদক :

রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও সংকট নিরসনে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নয়, বরং আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা চায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শুক্রবার বিকেল ৪টায় বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, “ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন জাতিকে বিভ্রান্ত ও উদ্বিগ্ন করছে। এটি কোনো সমাধান নয় বরং ভয়াবহ অনিশ্চয়তার জন্ম দেবে। আমরা চাই সকল পক্ষ আলোচনায় বসে সমঝোতামূলক একটি ঐকমত্যে পৌঁছাক।”

রাজনৈতিক অস্থিরতা ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ

এবি পার্টির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয় যে, সাম্প্রতিক সময়ে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য, ৬ উপদেষ্টার পদত্যাগের দাবি এবং যমুনা ঘিরে চলমান আন্দোলন পরিস্থিতিকে ঘোলাটে করেছে। বিশেষ করে সেনাপ্রধানের এক বক্তব্যকে ঘিরে ব্যাপক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মঞ্জু বলেন, “সেনাপ্রধানের বক্তব্যের সূত্র আমরা শুধু সামাজিক মাধ্যমে পেয়েছি, সরকারিভাবে কিছু জানা যায়নি। এতে সরকারের অবস্থান দুর্বল বলে মনে হচ্ছে।”

তিনি আরও বলেন, “সরকার ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলে তা জাতির জন্য অশুভ বার্তা হয়ে দাঁড়ায়। আমরা মনে করি, বর্তমান সরকার ও সেনাবাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করছে, কাজেই কোনো মতানৈক্য থাকলে তা অবিলম্বে আলোচনার মাধ্যমে দূর করা উচিত।”

ছাত্র রাজনীতি ও বিরোধী দলের দ্বৈত ভূমিকা নিয়ে সমালোচনা

সংবাদ সম্মেলনে এ কথাও উঠে আসে যে, ছাত্রসমাজের মধ্যে নেতৃত্বদানকারী শক্তিগুলো ঐক্যহীনতায় ভুগছে এবং নতুন গঠিত দল এনসিপির কিছু অপ্রয়োজনীয় অবস্থান নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একইসঙ্গে বিএনপিসহ কয়েকটি প্রধান রাজনৈতিক দল নিজেদের ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বে প্রশাসনের কার্যকারিতা দুর্বল করে ফেলেছে বলেও অভিযোগ করেন মঞ্জু।

সরকারের অস্পষ্ট অবস্থান ও পদত্যাগ সংক্রান্ত উদ্বেগ

এবি পার্টির নেতারা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ বা ড. ইউনূসের পদত্যাগ বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট বক্তব্য আসেনি। সংবাদ সম্মেলনে এককথায় বলা হয়, “প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, বরং এটি আলোচনার মাধ্যমে নিরসনযোগ্য একটি সংকট।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন

ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, লে. কর্নেল অবঃ হেলাল উদ্দিন, লে. কর্নেল অবঃ দিদারুল আলম, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আমিনুল ইসলাম এফসিএ, শাহাদাতুল্লাহ টুটুল, সাইয়েদ নোমান, গাজী নাসির, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, এবং নারী ও যুব শাখার নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এবি পার্টি মনে করে, বর্তমান সংকট রাজনৈতিক আলোচনার মাধ্যমে মীমাংসা করা না গেলে জাতিকে আরও অস্থিরতা ও বিভ্রান্তির মুখোমুখি হতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn