নোবেলসহ ১০ আন্তর্জাতিক পুরস্কারের অর্থ করমুক্ত হচ্ছে, ২০২৫-২৬ বাজেটে নোবেলসহ ১০টি আন্তর্জাতিক পুরস্কারের অর্থ করমুক্ত রাখার প্রস্তাব। ইউনূসসহ বাংলাদেশি পুরস্কারজয়ীরা কর ছাড় পাবেন।
নিজস্ব প্রতিবেদক
আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নোবেলসহ মোট ১০টি আন্তর্জাতিক পুরস্কারের অর্থ করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। এর ফলে বাংলাদেশি নাগরিকেরা এসব সম্মানজনক পুরস্কার পেলে তার অর্থ তাদের বার্ষিক মোট আয় থেকে বাদ দিতে পারবেন, অর্থাৎ এসব অর্থের ওপর কোনো কর আরোপ হবে না।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তৃতায় বলা হয়, আয়কর আইনের ষষ্ঠ তফসিলে সংশোধন এনে এসব পুরস্কারের অর্থ করমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করমুক্ত ঘোষিত আন্তর্জাতিক পুরস্কারগুলো হলো:নোবেল পুরস্কার, র্যামন ম্যাগসাইসাই পুরস্কার, বুকার পুরস্কার, পুলিৎজার পুরস্কার, সাইমন বলিভার পুরস্কার, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার),গ্র্যামি অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার।
বাংলাদেশে এখন পর্যন্ত একমাত্র নোবেল বিজয়ী হলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া দেশের বেশ কয়েকজন র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন।
বর্তমান আয়কর আইনে বিদেশ থেকে আসা রেমিট্যান্স নির্দিষ্ট শর্তে করমুক্ত থাকলেও বিদেশি পুরস্কারের অর্থ করের আওতায় আসবে কি না, তা স্পষ্টভাবে বলা ছিল না। নতুন এই উদ্যোগে সে অস্পষ্টতা দূর হলো।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশি নাগরিকদের আন্তর্জাতিকভাবে অর্জনকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো এবং সংস্কৃতি, শিক্ষা, গবেষণা ও সৃজনশীলতার ক্ষেত্রে উৎসাহ প্রদানের একটি ইতিবাচক পদক্ষেপ।