নির্বাচন ৩০ জুনের পরে যাবে না : প্রেস সচিব, জাতীয় নির্বাচন ৩০ জুন ২০২৬-এর পরে হবে না। জাপান সফরে বাংলাদেশের সঙ্গে ৬টি চুক্তি সই হয়েছে, বড় অঙ্কের ঋণ ও বিনিয়োগ সহযোগিতা পাচ্ছে বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নির্বাচন ৩০ জুনের পরে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নির্বাচন সময়ের আগেই হতে পারে, তবে নির্ধারিত সময়ের বাইরে নয়।
আজ রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, “নির্বাচন আগেও হতে পারে, তবে ৩০ জুন ২০২৬–এর পরে যাবে না। এর মধ্যে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, এমনকি জুনেও হতে পারে। তবে নির্ধারিত সময়ের সীমা অতিক্রম হবে না।”
এ সময় তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার বিকেল ৪টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা বৈঠকের উদ্বোধন করবেন। উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সংস্কার প্রক্রিয়ায় যুক্ত দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও জানান, আলোচনার ফলাফল দ্রুত আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং জুলাই মাসে একটি ‘জাতীয় চার্টার’ ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জাপান সফর : সম্পর্ক আরও দৃঢ়, সহযোগিতা উল্লেখযোগ্য
সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টার জাপান সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সফরে ছয়টি সমঝোতা স্মারকে সই হয়েছে। এর মধ্যে একটি উন্নয়ন নীতিনির্ভর বাজেট সহায়তা চুক্তি, যার আওতায় জাপান ৪১৮ মিলিয়ন ডলার দেবে।”
রেল প্রকল্প ও মানবসম্পদ উন্নয়ন:
জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেললাইনের জন্য জাপান ৬৪১ মিলিয়ন ডলার সহায়তা দেবে।
হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রকল্পে ৪.২ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান।
মহেশখালী–মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পে (২৯ বিলিয়ন ডলার ব্যয়ের সম্ভাব্য প্রকল্প) বড় ধরনের জাপানি বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করেন প্রেস সচিব।
তিনি আরও বলেন, “জাপান আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ মানবসম্পদ নিতে চায়। এ লক্ষ্যে টাস্কফোর্স গঠন করে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে সংখ্যাটি আরও বাড়ানো সম্ভব হতে পারে।”
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।