১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Tareque-Rahman

নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে : তারেক রহমান

নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে : তারেক রহমান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডকে ‘টালবাহানা’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “যেকোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি জবাবদিহিমূলক ও নির্বাচিত সরকার প্রয়োজন। অথচ জাতীয় নির্বাচন নিয়ে এখন টালবাহানা চলছে। কথিত সংস্কারের ফাঁদে পড়ে জাতি দিশেহারা।”

বুধবার (২৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’-এ ভার্চুয়াল বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে-বাইরে কোনো ভিন্ন উদ্দেশ্য কাজ করছে বলেই জনগণ বিশ্বাস করতে শুরু করেছে।”
তিনি ইশরাক হোসেনের ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণে বাধা দেওয়ার ঘটনাকে ‘স্বৈরাচারী মানসিকতার পুনরাবৃত্তি’ বলেও অভিহিত করেন।

নির্বাচনের দাবি ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা

তারেক রহমান বলেন, “নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাই অন্তর্বর্তী সরকারের মূল পুঁজি। তাই তাদের প্রতি আমাদের আহ্বান— কোনো পদক্ষেপ যেন জনগণের বিশ্বাস হারায় না। যদি কেউ রাষ্ট্র পরিচালনায় আগ্রহী থাকেন, তবে সরকার থেকে সরে এসে জনগণের কাতারে এসে নির্বাচন করুন।”

তিনি আরও বলেন, “গত দেড় দশকে সাড়ে তিন কোটি নতুন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তাদের জন্য একটি স্বচ্ছ নির্বাচনের সুযোগ তৈরি করা এখন সময়ের দাবি। অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করেছে, আর এখন দশ মাস পার হয়ে গেলেও তার কোনো আভাস নেই।”

ডিসেম্বরে নির্বাচনের দাবি

তারেক রহমান জানান, “আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। গণতন্ত্রপ্রেমী তরুণ সমাজ ও দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। জনগণই সিদ্ধান্ত নেবে কে রাষ্ট্র পরিচালনা করবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জনগণের মন জয় করুন। কারণ জনগণই বিএনপির সকল ক্ষমতার উৎস।”
বক্তব্যের একপর্যায়ে তিনি একটি রাজনৈতিক স্লোগানও দেন— ‘দিল্লি নয়, দিল্লি না; নয় অন্য কোনো দেশ; সবার আগে বাংলাদেশ।’

সমাবেশে আরও যারা ছিলেন

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn