নির্বাচন তাড়াহুড়ো করে নয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে : সারজিস আলম । “দ্রুত নয়, সুষ্ঠু নির্বাচন চাই। অন্যথায় নির্বাচন কলঙ্কে পরিণত হবে।” আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
নীলফামারী সংবাদদাতা :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “দ্রুত নির্বাচন হোক—এই দাবি যথেষ্ট নয়। আমরা চাই নির্বাচনটি যেন সুষ্ঠু হয়, যেন তা অভ্যুত্থানের কলঙ্কে না রূপ নেয়।”
সোমবার (২৬ মে) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলা শহরে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। এনসিপির ছয় উপজেলা জুড়ে চলমান পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচির সূচনা হয় এই ডোমার থেকেই।
‘দ্রুত নয়, সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা’
সারজিস আলম বলেন, “যদি নির্বাচন দ্রুত হয় কিন্তু সুষ্ঠু না হয়, তবে তা অভ্যুত্থান-পরবর্তী একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। আমরা চাই না এমন একটি পরিস্থিতি সৃষ্টি হোক।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার গণ-অভ্যুত্থানের প্রতিনিধিত্বকারী, কোনও একক দলের নয়। তাই এই সরকারকে নিয়ে বিভ্রান্তি বা অবিশ্বাস তৈরি করা রাজনৈতিকভাবে দায়িত্বহীনতা।”
‘হাসিনার রাজনীতিতে ফেরা সম্ভব নয়’
আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে সারজিস আলম বলেন, “খুনি হাসিনার ফিরে আসার কোনো সুযোগ নেই। যদি আসেন, তবে তা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”
ভাষা ও রাজনৈতিক আচরণের পরিবর্তনের আহ্বান
সারজিস আলম বলেন, “যে ভাষায় আমাদের এতদিন অপমান করা হয়েছে, সেই ভাষা যদি আমরা এখন ব্যবহার করি, তবে জনগণ আমাদেরও ছুড়ে ফেলবে। নতুন বাংলাদেশে এমন কালচারের জায়গা নেই। যারা রাজনীতি করবেন, তাদের আগে নিজের ভাষা ঠিক করতে হবে।”
তিনি রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের প্রতি আহ্বান জানান, যেন তারা গণতান্ত্রিক সৌজন্য ও শ্রদ্ধাবোধ বজায় রাখেন।
ভবিষ্যতের নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন
আগামীর নেতৃত্ব কারা দেবে—তা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস আলম। তিনি বলেন, “এই জেলা চালাবে সেই মানুষ, যে ভালো। দল বা মার্কা দেখার সময় এখন নয়। জনগণের টাকায় যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তাদের হাতে আগামী বাংলাদেশ তুলে দেওয়া যাবে না।”
পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, সাদিয়া ফারজানা, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিওন প্রমুখ।