১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Salah-uddin

নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কারণ নেই : সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কারণ নেই : সালাহউদ্দিন আহমদ, জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পরে যাওয়ার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “যেসব নির্বাচনমুখী সংস্কার প্রয়োজন, তা এক মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব। তাই নির্বাচন বিলম্বিত করার কোনো যুক্তি নেই।”

আজ সোমবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। এই বৈঠকের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার সূচনা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা মনে করি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্পূর্ণভাবে সম্ভব। সংবিধান সংশোধন ছাড়া বাকি যেসব সংস্কার দরকার, সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব।”

তিনি আরও বলেন, “আজকের বৈঠকে অধিকাংশ রাজনৈতিক দলের পক্ষ থেকেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রস্তাব এসেছে। আমরা আশাবাদী, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে এই বিষয়ে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।”

সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “সব বিষয়ে একমত হওয়া গণতন্ত্রে বাধ্যতামূলক নয়। কিছু বিষয়ে একমত, কিছু বিষয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছেও জাতীয় ঐকমত্য গড়ে তোলা সম্ভব। আলোচনার মাধ্যমেই আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি।”

প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও আইনজীবী রুহুল কুদ্দুস। এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি; জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn