নির্বাচন এপ্রিল নয়, ডিসেম্বরেই হোক ফখরুল জাতীয় নির্বাচন নিয়ে আবারও অবস্থান স্পষ্ট করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস মোটেই উপযোগী সময় নয়। তিনি বলেন, প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টির সম্ভাবনা, রোজার মাস এবং পাবলিক পরীক্ষার কারণে এ সময় নির্বাচন আয়োজন অযৌক্তিক ও অপ্রস্তুত।
আজ শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, “যে সময়টি নির্বাচন হিসেবে নির্ধারণ করা হয়েছে (এপ্রিল), সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে মোটেও যথাযথ নয়। রমজান মাসে প্রচারণা চালানো অত্যন্ত কষ্টসাধ্য হবে। তাছাড়া রোজার পরে পাবলিক পরীক্ষা রয়েছে। সময়টি খুব ভেবেচিন্তে নির্ধারণ করা হয়েছে বলে মনে হয় না।”
ফখরুল জানান, বিএনপির স্থায়ী কমিটি ইতোমধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি নিয়ে নিজেদের মন্তব্য জানিয়ে দিয়েছে। তিনি বলেন, “আমরা মনে করি, ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সর্বোত্তম সময়।”
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদ মোবারক।”
এই দিনে কোরবানির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “এই দিনে আমরা ত্যাগের মাধ্যমে সত্য ও শক্তির সন্ধান করি। কাজী নজরুল ইসলামের কবিতা ‘কোরবানী’-এর সেই অমর পঙ্ক্তি—‘ওরে হত্যা নয় আজি, সত্য-গ্রহ, শক্তির উদ্বোধন’—এই দিনের মূল প্রেরণা।”
এর আগে ফখরুল দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেনসহ অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবদুল হালিম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।