১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BNP

নির্বাচনের রূপরেখা না দেওয়ায় সরকারের প্রতি বিএনপির হতাশা

নির্বাচনের রূপরেখা না দেওয়ায় সরকারের প্রতি বিএনপির হতাশা, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়ায় গভীর হতাশা জানিয়েছে বিএনপি। অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা ঘোষণার আহ্বান জানিয়েছে দলটি।

নিজস্ব প্রতিবেদক :

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের নির্ধারিত রূপরেখা না আসায় হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন লিখিত বক্তব্য পাঠ করে এ হতাশার কথা জানান।

বক্তব্যে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে অবিলম্বে নিরপেক্ষ ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছে বিএনপি। অন্যথায় এই সরকারের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে।”

তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আলোচনা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতি ছিল ‘অস্পষ্ট ও বিভ্রান্তিকর’। এতে নির্বাচনের ব্যাপারে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা ছিল না, বরং জনগণের মনে আরও সংশয় সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ আরও বলেন, “সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের স্বাভাবিক কাজের পরিবেশ নষ্ট হয়েছে। অথচ এটি তাদের নিজেদেরই ব্যর্থতার ফল।” তিনি উল্লেখ করেন, “সংস্কার ও নির্বাচন—এই দুটি প্রক্রিয়া একসঙ্গেই চালানো সম্ভব। একইসঙ্গে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার অব্যাহত রাখা উচিত।”

বিএনপি নেতার ভাষ্যমতে, উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যেসব ‘বিদেশি ষড়যন্ত্র’ ও ‘পরাজিত শক্তির ইন্ধন’-এর কথা বলা হয়েছে, তার বিরুদ্ধে সর্বোত্তম প্রতিরোধ হলো একটি নিরপেক্ষ, সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন। এজন্য অবিলম্বে নির্দিষ্ট সময়সূচি ও রোডম্যাপ ঘোষণা জরুরি।

তিনি বলেন, “এই সংকট থেকে উত্তরণে এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচন, বিচার ও সংস্কার প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে। একইসঙ্গে ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তাও এখন সময়ের দাবি।”

সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের শপথ গ্রহণে সরকারের দেরি নিয়েও হতাশা প্রকাশ করা হয়। সরকারকে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিনা রহমান, ইকবাল হাসান মাহমুদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn