১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
UN Flag

নতুন সহায়তা এলেও গাজায় দুর্ভিক্ষের ছায়া, যুদ্ধের ১৯ মাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি : জাতিসংঘ

নতুন সহায়তা এলেও গাজায় দুর্ভিক্ষের ছায়া, যুদ্ধের ১৯ মাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি : জাতিসংঘ, গাজায় ১৯ মাসের যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে। জাতিসংঘ জানায়, সীমিত সহায়তা এলেও দুর্ভিক্ষের আশঙ্কা আছে। ত্রাণ লুট, ইসরায়েলি বাধা ও বিতর্কিত GHF ব্যবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ইসরায়েলি বাধা, হামাসকে ঘিরে উদ্বেগ ও বিভক্ত ত্রাণনীতি; বিপর্যস্ত ফিলিস্তিনিরা লাইন দিচ্ছে একমুঠো খাবারের জন্য

সমাজকাল ডেস্ক :

ইসরায়েল-হামাস সংঘাতের ১৯ মাস পার হলেও গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি এখন সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। যদিও সীমিত সহায়তা কার্যক্রম ফের চালু হয়েছে, তবে দুর্ভিক্ষের ঝুঁকি থেকেই যাচ্ছে। শুক্রবার (৩০ মে) এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, “এই মুহূর্তে গাজা সবচেয়ে বিপর্যস্ত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।”

যুদ্ধবিরতির আগেও সংকটে ত্রাণ প্রবাহ

১১ সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার ১২ দিন পর ইসরায়েল ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (Gaza Humanitarian Foundation বা GHF) নামে একটি বিতরণ ব্যবস্থা চালু করে, যাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। তবে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থা এই ব্যবস্থাকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে প্রত্যাখ্যান করেছে। কারণ, এই কাঠামো বাস্তুচ্যুতি ও পক্ষপাতমূলক বিতরণকে উৎসাহিত করছে বলে মনে করা হচ্ছে।

মাত্র ২০০ ট্রাক, তাও অধিকাংশ পৌঁছায়নি

গত ১২ দিনে জাতিসংঘ মাত্র ২০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করাতে পেরেছে। অথচ শত শত ট্রাক এখনও কেরেম শালোম সীমান্তে আটকে আছে। নিরাপত্তাহীনতা, চেকিং প্রক্রিয়ার জটিলতা এবং ইসরায়েলি বাহিনীর অনুমতির অভাবে এসব ত্রাণ পৌঁছাতে পারছে না।

মঙ্গলবার জাতিসংঘের সব রুট অনুরোধ প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার যেসব ৬৫টি ট্রাক প্রবেশ করেছিল, তার মধ্যে মাত্র ৫টি গন্তব্যে পৌঁছাতে পেরেছে, বাকিগুলো সংঘাতের কারণে ফিরে এসেছে। এমনকি যেগুলো পৌঁছেছিল, সেগুলোর গুদামও লুট হয়েছে—অপুষ্ট শিশুদের জন্য নির্ধারিত ওষুধ, খাবার ও চিকিৎসা সামগ্রী ছিনতাই করে সশস্ত্র ব্যক্তিরা।

“ময়দা অনুমোদিত, কিন্তু রান্না করার উপায় নেই”

জাতিসংঘের মানবিক মুখপাত্র এরি কানেকো বলেন, “ইসরায়েল এখন পর্যন্ত প্রস্তুত খাবার প্রবেশের অনুমতি দেয়নি, কেবল বেকারির জন্য কিছু ময়দা অনুমোদন দিয়েছে। অথচ শুধু ময়দা কোনোভাবেই পূর্ণ খাবারের বিকল্প হতে পারে না।”

বিভক্ত অবস্থানে আন্তর্জাতিক মহল

ইসরায়েল চাইছে জাতিসংঘ যেন GHF-এর মাধ্যমে কাজ করে, কিন্তু জাতিসংঘ এটিকে নিরপেক্ষ না হওয়ায় প্রত্যাখ্যান করছে। ইসরায়েল বারবার হামাসকে ত্রাণ চুরির অভিযোগে অভিযুক্ত করছে, যদিও হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে।

যুদ্ধবিরতির আশা

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনা ইসরায়েল গ্রহণ করেছে বলে খবর পাওয়া গেছে। তবে হামাস এখনো বিষয়টি বিবেচনার পর্যায়ে রেখেছে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn