সমাজকাল প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি আদায়ে আজ শুক্রবার থেকে গণঅনশনে বসেছেন। জুমার নামাজের পর রাজধানীর কাকরাইল মোড় ও যমুনা সংলগ্ন এলাকায় বিচ্ছিন্নভাবে এই গণঅনশন শুরু হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী তামিম বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা তিন দিন ধরে রাজপথে রয়েছি। আমাদের ট্যাগ দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, তবু আমরা পিছু হটিনি। এখন দাবি পূরণ না করে ঘরে ফেরার প্রশ্নই ওঠে না। দাবি আদায় করেই ফিরবো।”
এর আগে, শুক্রবার সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা কাকরাইল মসজিদের উত্তর-পূর্ব পাশে জড়ো হতে শুরু করেন। এখানেই জুমার নামাজ শেষে গণঅনশনে বসেন তারা।
উল্লেখ্য, গত ১৩ মে মঙ্গলবার দুপুরে তিন দফা দাবিতে আন্দোলনে নামেন জবি শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো—৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি, বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ বাজেট এবং দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন। ওইদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাত্রাকালে কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়, যাতে শিক্ষক-শিক্ষার্থীরা আহত হন।
সংঘর্ষের পর শিক্ষার্থীরা বুধবার রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী একযোগে অবস্থানে যোগ দেন এবং রাতেও অনেকে সেখানেই অবস্থান করেন।
দাবিগুলো বাস্তবায়নে কর্তৃপক্ষের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।