দশজনের দল নিয়ে আর্জেন্টিনার সম্মান বাঁচানো ড্র। বিশ্বকাপ নিশ্চিত, কিন্তু ঘরের মাঠে পয়েন্ট হার—চাপে স্কালোনির শিষ্যরা। আর্জেন্টিনা বনাম কলম্বিয়া বিশ্বকাপ বাছাইপর্বে ১-১ ড্র। লুইস দিয়াজ ও থিয়াগো আলমাদার গোলে উত্তেজনাপূর্ণ ম্যাচ, লাল কার্ডে ব্যাকফুটে চ্যাম্পিয়নরা।
সমাজকাল ডেস্ক:
বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো এখন তাদের জন্য ভবিষ্যতের প্রস্তুতি মঞ্চ। কিন্তু সেই প্রস্তুতির মঞ্চেই ঘরের মাঠে হোঁচট খেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এস্তাদিও মনুমেন্তালে বুধবার ভোরে (বাংলাদেশ সময়) বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ম্যাচের অধিকাংশ সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও থিয়াগো আলমাদার দারুণ এক গোলে হার এড়াতে সক্ষম হয় আলবিসেলেস্তেরা।
লুইস দিয়াজের ঝলকে এগিয়ে কলম্বিয়া
ম্যাচের ২৪ মিনিটে বামদিক থেকে বল পেয়ে ড্রিবল করে আর্জেন্টিনার চার ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন লিভারপুল তারকা লুইস দিয়াজ। কলম্বিয়ান সমর্থকদের মনে সেই গোল দীর্ঘদিন থেকে যাবে নিশ্চিতভাবে।
তবে এর আগে এবং পরে আর্জেন্টিনাই ম্যাচে প্রাধান্য বিস্তার করে। ম্যাচের প্রথম ১৮ মিনিটেই ৭৩ শতাংশ বল দখলে রাখে স্বাগতিকরা, যদিও শটের দিক দিয়ে এগিয়ে ছিল কলম্বিয়াই।
লাল কার্ডে বদলে যায় ছন্দ
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেলেও তা হাতছাড়া করেন এনজো ফার্নান্দেজ। তবে বড় ধাক্কা আসে ৭০ মিনিটে। কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসির এই মিডফিল্ডার। দশজনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।
এই পরিস্থিতিতে কোচ স্কালোনি ৭৭ মিনিটে লিওনেল মেসিকে তুলে নেন মাঠ থেকে।
আলমাদার জাদুতে সম্মান রক্ষা
১০ জনের দল নিয়েও হাল ছাড়েনি আর্জেন্টিনা। ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো এক শটে সমতা ফেরান থিয়াগো আলমাদা। গোলরক্ষক দারুণভাবে লাফালেও শটের গতি-দিক রুখে দিতে পারেননি।
শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। কলম্বিয়ার বিপক্ষে জয় না পেলেও, দশজনের দল নিয়েও হার না মানায় কিছুটা আত্মবিশ্বাস হয়তো খুঁজে পাবে আর্জেন্টিনা শিবির।