১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Salah-uddin

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ, জাতীয় ঐকমত্য আলোচনা সভায় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ বলেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চান না এবং ৭০ অনুচ্ছেদ সংশোধনে দলের ভিন্নমত থাকবে।

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, তার দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না। সেইসঙ্গে তিনি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস নয়, তিন মাসে সীমাবদ্ধ রাখার পক্ষে মত দিয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের মাঝখানে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহ উদ্দিন। তিনি বলেন, “আমরা মনে করি, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের বেশি হওয়া উচিত নয়। তবে কমিশন চার মাসের প্রস্তাব দিয়েছে। আমরা এ বিষয়ে মতানৈক্য জানাবো।”

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, “আমরা চাই, আস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে দলের নির্দেশের বাইরে গিয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন। যদি কখনও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখনও যাতে এমপিরা সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা পান, সেটা ৭০ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা দরকার। আমরা এ বিষয়ে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দেবো।”

সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, “সংসদের সব স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার প্রস্তাবকে আমরা বাস্তবসম্মত মনে করি না। কিছু কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব থাকতে পারে, তবে সব কমিটি নয়।”

নারী আসন নিয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে দল এখনও আলোচনা শুরু করেনি।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn