সমাজকাল প্রতিবেদক:
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দেশের দুই গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক ও তাদের স্ত্রীদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এরা হলেন—ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের।
বৃহস্পতিবার (২২ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, শেখ মামুন খালেদ এবং তার স্ত্রী নিগার সুলতানা খালেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে শেয়ার ব্যবসা ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা যেকোনো সময় দেশত্যাগ করে পালিয়ে যেতে পারেন। সেই প্রেক্ষিতে দুদকের পক্ষে আবেদনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
একইদিনে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের এবং তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৬ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন প্রথম নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
দুদকের আবেদনে জানানো হয়, টিএম জোবায়েরের বিরুদ্ধে মোটা অংকের ঘুষ গ্রহণ, ভয়ভীতি দেখিয়ে অবৈধ সুবিধা আদায়, ও জ্ঞাত আয় বহির্ভূতভাবে লন্ডনে ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ড মূল্যের বাড়ি কেনার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে অর্থপাচার ও দুর্নীতির অনুসন্ধান চলছে। অনুসন্ধান বিঘ্নিত হওয়ার শঙ্কায় বিদেশ যাত্রা নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়ে।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই সাবেক গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে তদন্ত চলমান এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আদালতের নিষেধাজ্ঞার ফলে তারা দেশের বাইরে যেতে পারবেন না, যা তদন্ত কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।