১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
national-university

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আট বছর পর ভর্তি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আট বছর পর ভর্তি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ আট বছর পর আবারও সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪টি জেলার ৮৭৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পাঁচ লাখ ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে বহুনির্বাচনি (MCQ) পদ্ধতিতে। এক ঘণ্টার পরীক্ষায় সর্বমোট নম্বর ১০০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হলেও, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীদের ন্যূনতম ৩৫ নম্বর অর্জন করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, ‘সারাদেশে একযোগে পরীক্ষা হওয়ায় কেন্দ্রসচিব ও সংশ্লিষ্টদের দায়িত্ব অনেক। তাদের সবাইকে নির্ধারিত নির্দেশনা দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। তবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। চলতি বছর সেই সিদ্ধান্তে পরিবর্তন এনে পুনরায় সরাসরি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করার পথে হাঁটল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি মেধাতালিকা তৈরি হবে মোট ২০০ নম্বরের স্কেলে। এর মধ্যে এমসিকিউ অংশের প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসির ফলাফলের ৪০ শতাংশ ও এইচএসসির ফলাফলের ৬০ শতাংশ যোগ করে চূড়ান্ত ফল নির্ধারণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn