জন্মদিনে যাদের মনে রাখি | ২৯ মে জন্মগ্রহণকারী বিখ্যাত ব্যক্তিদের জীবনী | জন এফ. কেনেডি, হুমায়ুন ফরিদী, তেনজিং নোরগে, পিটার হিগস সহ আরও অনেকে – জন্মদিনে যাঁদের স্মরণে সমাজকাল।
সমাজকাল ডেস্ক:
আজ ২৯ মে। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৯তম দিন। বছর শেষ হতে বাকি আর ২১৬ দিন। ইতিহাসের পাতায় আজ জন্মেছেন বহু গুণীজন, যাঁদের অবদান আজও বিশ্বজুড়ে স্মরণীয়।
🌍 আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব
দ্বিতীয় চার্লস (১৬৩০–১৬৮৫): ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা। রাজতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
দ্বিতীয় আবদুল মজিদ (১৮৬৮–১৯৪৪): উসমানীয় সাম্রাজ্যের শেষ খলিফা। ১৯২৪ সালে খিলাফত বিলুপ্ত হলে তিনি নির্বাসিত হন।
ইয়োজেফ ফন স্টার্নবের্গ (১৮৯৪–১৯৬৯): অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক। মার্লেন ডিট্রিখের সঙ্গে তাঁর কাজ আজও সিনেমা ইতিহাসে অনন্য নজির।
স্টেলা ক্রামরিশ (১৮৯৬–১৯৯৩): অস্ট্রীয়-মার্কিন শিল্প ইতিহাসবিদ। ভারতীয় শিল্পকলা ও মূর্তিশিল্পে তাঁর গবেষণা আন্তর্জাতিকভাবে প্রশংসিত।
বব হোপ (১৯০৩–২০০৩): ব্রিটিশ-মার্কিন কৌতুকাভিনেতা ও বিনোদন জগতের কিংবদন্তি। ৫০ বছরের বেশি সময় ধরে তিনি আমেরিকার সৈন্যদের মনোরঞ্জনে অবদান রেখেছেন।
তেনজিং নোরগে (১৯১৪–১৯৮৬): নেপালি শেরপা, যিনি স্যার এডমন্ড হিলারির সঙ্গে ১৯৫৩ সালে প্রথমবারের মতো এভারেস্ট শৃঙ্গ জয় করেন।
জন এফ. কেনেডি (১৯১৭–১৯৬৩): মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট। ক্যারিশমাটিক নেতৃত্ব ও অকাল মৃত্যু তাকে বিশ্বরাজনীতির কিংবদন্তি করে তোলে।
পিটার হিগস (জ. ১৯২৯): ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ। ‘হিগস বোসন’ কণার প্রস্তাব দিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানে বিপ্লব এনেছেন।
নিয়া জ্যাক্স (জ. ১৯৮৪): মার্কিন পেশাদার কুস্তিগির ও মডেল। WWE-তে তার উপস্থিতি ভক্তদের মাঝে ব্যাপক জনপ্রিয়।
মাইকা মনরো (জ. ১৯৯৩): মার্কিন অভিনেত্রী ও পেশাদার কাইটবোর্ডার, বিশেষভাবে জনপ্রিয় “It Follows” সিনেমায় অভিনয়ের জন্য।
🇧🇩 বাংলাদেশ ও উপমহাদেশের গর্ব
স্যার মণীন্দ্র চন্দ্র নন্দী (১৮৬০–১৯২৯): কাশিমবাজারের মহারাজা, শিক্ষানুরাগী ও মানবহিতৈষী হিসেবে সুপরিচিত।
রামানন্দ চট্টোপাধ্যায় (১৮৬৫–১৯৪৩): বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও সম্পাদক। ‘প্রবাসী’ ও ‘মডার্ন রিভিউ’ পত্রিকার প্রতিষ্ঠাতা।
সাধন দত্ত (১৯২১–২০০৮): বাঙালি শিল্প ও নাট্যজগতের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব।
অমলেন্দু বিশ্বাস (১৯২৫–১৯৮৭): বাংলাদেশি যাত্রাপালার খ্যাতিমান অভিনেতা ও নির্দেশক।
দ্বিজেন শর্মা (১৯২৯–২০১৭): বাংলাদেশি প্রকৃতিবিদ, লেখক ও শিক্ষক। প্রকৃতি ও পরিবেশচর্চায় ছিলেন অগ্রণী।
অরুণাভ সরকার (১৯৪১–২০১৪): কবি, কলাম লেখক ও মুক্তিযোদ্ধা। সাহিত্যে তার অবদান অনস্বীকার্য।
হুমায়ুন ফরিদী (১৯৫২–২০১২): বাংলাদেশের নাটক, চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। চরিত্রাভিনয়ে ছিলেন অতুলনীয়।