১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Birthday

জন্মদিনে যাদের মনে রাখি, আজ ৫ জুন

সমাজকাল ডেস্ক:

জন্মদিনে যাদের মনে রাখি, আজ ৫ জুন, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম দিন (অধিবর্ষে ১৫৭তম)। বছর শেষ হতে বাকি আর ২০৯ দিন। ইতিহাসের পাতায় এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন জ্ঞান, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও বিনোদন জগতের বহু কিংবদন্তি। তাদের কিছুজনকে আজ স্মরণ করছি “সমাজকাল”-এর পক্ষ থেকে।

জ্ঞান ও দর্শনের জগতে

সক্রেটিস (৪৬৯ খ্রিস্টপূর্ব): গ্রিক দার্শনিক যিনি পাশ্চাত্য দর্শনের অন্যতম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। যুক্তি ও নৈতিকতার পথিকৃৎ এই মনীষী মানব সভ্যতায় যুক্তিভিত্তিক চিন্তার বীজ বপন করেছিলেন।

এডাম স্মিথ (১৭২৩): স্কটিশ অর্থনীতিবিদ ও দার্শনিক, যিনি “The Wealth of Nations” গ্রন্থের মাধ্যমে আধুনিক অর্থনীতির জন্ম দিয়েছিলেন। তাঁকে ‘ইকনমিক্সের পিতা’ বলা হয়ে থাকে।

জন মেনার্ড কেইনস (১৮৮৩): বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ যার ‘Keynesian Economics’ বিশ্বব্যাপী মন্দা মোকাবেলায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।

শিক্ষা ও বিজ্ঞান

সতীশচন্দ্র মুখোপাধ্যায় (১৮৬৫): ভারতের জাতীয় শিক্ষানীতির অন্যতম প্রবর্তক, যিনি ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার বাইরে নিজস্ব ধারায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেন।

দেনেশ গাবর (১৯০০): হাঙ্গেরীয় বংশোদ্ভূত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী যিনি হোলোগ্রাফি প্রযুক্তির আবিষ্কারক হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

হুইটফিল্ড ডিফি (১৯৪৪): মার্কিন কম্পিউটার বিজ্ঞানী, তথ্য নিরাপত্তা ও ক্রিপ্টোগ্রাফিতে অসামান্য অবদানের জন্য সমাদৃত।

সাহিত্য, সিনেমা ও সঙ্গীত

ফেদেরিকো গারসিয়া লোরকা (১৮৯৮): স্পেনীয় কবি ও নাট্যকার, যিনি সাহিত্য ও রাজনীতির মিশেলে তার কর্মজীবনকে অন্য মাত্রায় নিয়ে যান।

টনি রিচার্ডসন (১৯২৮): ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক, যিনি ব্রিটিশ নিউ ওয়েভ সিনেমার অগ্রপথিক।

জাক দ্যমি (১৯৩১): ফরাসি চলচ্চিত্র নির্মাতা যিনি রঙিন ও সংগীতনির্ভর চলচ্চিত্র নির্মাণের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়।

কেন ফলেট (১৯৪৯): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ ঐতিহাসিক ও থ্রিলার লেখক, যার “Pillars of the Earth” বিশ্বজুড়ে প্রশংসিত।

বিনোদন দুনিয়ায়

মার্ক ওয়ালবার্গ (১৯৭১): হলিউডের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও র‌্যাপার। “The Departed”, “The Fighter” প্রভৃতি ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

তানিয়া আহমেদ (১৯৭২): বাংলাদেশের মডেল, অভিনেত্রী ও পরিচালক, যিনি ছোটপর্দা থেকে বড়পর্দা পর্যন্ত নিজের স্বকীয়তায় জায়গা করে নিয়েছেন।

মুকেশ ভাট (১৯৫২): বলিউডের খ্যাতনামা প্রযোজক, ‘ভাট ক্যাম্প’-এর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, যাঁর প্রযোজনায় বহু স্মরণীয় চলচ্চিত্র তৈরি হয়েছে।

স্বস্তিকা মুখোপাধ্যায় (১৯৫৬-২০২২): প্রথিতযশা বাঙালি সংগীতশিল্পী, যিনি লোকগান ও আধুনিক গানের মিশেলে এক অনন্য কণ্ঠ হয়ে উঠেছিলেন।

খেলার জগতে

ফিল নীল (১৯৫৪): ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার, যিনি ৭০ ও ৮০ দশকে ইংলিশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সিড বার্নস (১৯১৬) ও এরিক হোলিস (১৯১২): যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটার, যারা তাদের সময়কালে দেশকে প্রতিনিধিত্ব করেছেন।

মারভিন ডিলন (১৯৭৪): ত্রিনিদাদ ও টোবাগোর সাবেক ক্রিকেটার, যিনি ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলে খ্যাতি অর্জন করেন।

আজকের দিনে জন্ম নেওয়া এইসব মনীষীদের অবদান আমাদের চিন্তা, সংস্কৃতি ও সমাজে এখনো বহন করে চলেছে। তাঁদের প্রতি রইল “সমাজকাল”-এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn