১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Younus

চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি অসম্ভব : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে গেলেন তিনি।

বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “বন্দরের পরিবর্তন নিয়ে আগে লেখালেখি করলেও এবার সুযোগ পেয়েছি। এটাকে সত্যিকারের বন্দর হিসেবে তৈরি করতে প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি।”

চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব না।”

তিনি আরও বলেন, “বন্দরের কর্মক্ষমতা আরও বাড়াতে হলে আন্তর্জাতিক সহযোগিতা এবং বিদেশি অংশগ্রহণ জরুরি।”

এর আগে সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম পৌঁছান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর। একদিনের এই সফরে তিনি অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এবং কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn