কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩১ । বাসটি খাদে পড়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের হাত কেটে গেছে, একজন মাথায় আঘাত পেয়েছেন।
কুষ্টিয়া সংবাদদাতা :
কুষ্টিয়ার খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩১ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ১০টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় অংশ নেয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। আহতদের তাৎক্ষণিকভাবে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, “এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে অন্তত ৩১ জন বাসযাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।”
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবির হোসেন সোহাগ বলেন, “আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, “আহতদের মধ্যে একজনের ডান হাত কেটে গেছে এবং অপরজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তবে দুজনই বর্তমানে আশঙ্কামুক্ত।”
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।