১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
India-pakistan-flag

কাশ্মীর ইস্যুতে কখনোই আপোস করবো না : পাকিস্তানের সেনাপ্রধান

 কাশ্মীর ইস্যুতে কখনোই আপোস করবো না এমন   অবস্থান পুনর্ব্যক্ত করলেন পাকিস্তানের সেনা প্রধান  আসিম মুনির। ভারতের অভ্যন্তরীণ নীতির সমালোচনা ও বেলুচিস্তান ইস্যুতেও ভারতের সংশ্লিষ্টতার অভিযোগও করলেন মুনির।

সমাজকাল ডেস্ক:

কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থান থেকে একচুলও সরে আসার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আর্মি অডিটোরিয়ামে ‘হিল্লল টকস’ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, কাশ্মীর ইস্যুতে পাকিস্তান কখনোই কোনো আপোস করবে না। আসিম মুনির বলেন, “ভারতের উচিত বোঝা যে, কাশ্মীর কখনোই পাকিস্তানের অগ্রাধিকার তালিকা থেকে সরে যাবে না। আমরা এটি কখনো ভুলবো না।”

তিনি আরও বলেন, “কাশ্মীর একটি আন্তর্জাতিক ইস্যু এবং এটি বৈশ্বিক উদ্বেগের বিষয়। কয়েক দশক ধরে ভারত কাশ্মীর সংকট চাপা দিতে ব্যর্থ হয়েছে।”

ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে আসিম মুনির বলেন, “ভারতে সন্ত্রাসবাদের বিস্তার এবং সংখ্যালঘুদের উপর দমন-পীড়নের জন্য তাদের নিজেদের নীতিই দায়ী।”

বেলুচিস্তানে সৃষ্ট অস্থিরতা নিয়েও মন্তব্য করেন সেনাপ্রধান। তিনি বলেন, “এই প্রদেশের জনগণ অস্থিরতার জন্য দায়ী নয়, বরং বহির্বিশ্বের কিছু শক্তি, বিশেষ করে ভারতের মদদপুষ্ট উপাদানই এর জন্য দায়ী।”

পটভূমি

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব দীর্ঘদিনের। ১৯৪৭ সালে উপমহাদেশ ভাগের পর থেকেই এ অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে। ২০১৯ সালে ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা বাতিল করে দেয়। এরপর থেকেই পাকিস্তান কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে সক্রিয় প্রচার চালিয়ে আসছে।

বর্তমান প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে চালানো সাম্প্রতিক সামরিক অভিযানের পর কাশ্মীর ইস্যুটি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তান সরকারের বিভিন্ন পর্যায় থেকে নিয়মিতভাবে কাশ্মীরের প্রতি সমর্থন ও সামরিক মনোভাব প্রকাশ করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn