কান উৎসবে বাংলাদেশের প্রথম অনলাইন ফটো সাংবাদিক সাজ্জাদ এর চোখে : বিশ্বের গ্ল্যামার, ২০২৫ সালের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সারা বিশ্বের নামজাদা তারকাদের মাঝে যখন লালগালিচা জ্বলজ্বল করছিল, ঠিক তখনই উৎসবের সবচেয়ে উল্লেখযোগ্য এক উপস্থাপন ঘটে এক বাংলাদেশির চোখ ও লেন্সের মাধ্যমে। তিনি সাজ্জাদ হোসেন — বাংলাদেশের আলোকচিত্রী, যিনি এবারের কান উৎসবকে ক্যামেরাবন্দি করেছেন অনন্য অভিজ্ঞতায় ও দৃষ্টিভঙ্গিতে।