সমাজকাল ডেস্ক :
এবার আসছেন গুলমোহর নিয়ে, জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার’ এবং ‘তাকদীর’-এর নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী আবার ফিরছেন নতুন এক রহস্যঘেরা গল্প নিয়ে। এবার তিনি হাজির হচ্ছেন ‘গুলমোহর’ নামের একটি নতুন ওয়েব সিরিজ নিয়ে, যা মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
তিন বছর পর পরিচালনায় ফিরছেন শাওকী। তার ভাষায়, “নির্মাতা হিসেবে ‘গুলমোহর’ আমার সবচেয়ে বড় স্কেলের কাজ। এই কাজের জন্য সময় নেওয়া দরকার ছিল। এখন তো চারপাশে ডার্ক থ্রিলার আর ক্রাইম ড্রামার ভিড়, তাই আমি চেয়েছি একটি পারিবারিক রহস্য বলি—যার ভেতরেও আছে উত্তেজনা, অনিশ্চয়তা, সন্দেহ ও রাজনীতির জট।”
‘গুলমোহর’ সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ প্রতীক। এতে থাকছে এক পরিবারের চেনা ছকে বাঁধা গল্প, কিন্তু তা মোড় নেয় রহস্যময় এক পরিস্থিতির দিকে, যা দর্শকদের চমকে দেবে বলেই প্রত্যাশা নির্মাতার। যদিও সিরিজে কারা অভিনয় করেছেন, কিংবা এটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি।
চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, “শাওকী তার আগের কাজগুলোতেই প্রমাণ করেছেন তিনি কতটা মুন্সিয়ানার সঙ্গে গল্প বলতে পারেন। ‘গুলমোহর’-এ তিনি আরও বিস্তৃত পরিসরে কাজ করেছেন—এই সাহস ও মানের কাজ ওটিটিতে খুব কম দেখা যায়।”
প্রসঙ্গত, ‘গুলমোহর’ হচ্ছে শাওকীর চরকির জন্য প্রথম নির্মাতা হিসেবে কাজ, যদিও এর আগে তিনি চরকির বিভিন্ন প্রজেক্টে প্রোডাকশন ডিজাইনার ও নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন।
তিনি বলেন, “এটা এমন একটা কাজ, যা সাধারণত বড় পর্দার জন্য হয়। আমি চেয়েছিলাম দেখি, ওটিটিতে বড় পরিসরের গল্প কেমন দাঁড়ায়। চরকি সেই সাহসিকতাকে সমর্থন দিয়েছে।”
‘গুলমোহর’ নিয়ে ইতিমধ্যে দর্শকদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে। সিরিজের মুক্তির তারিখ ও অভিনেতা তালিকা শিগগিরই প্রকাশ পাবে। তবে এটা নিশ্চিত, ‘গুলমোহর’ হতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী পারিবারিক থ্রিলার, যেটা শাওকীর নির্মাণে নতুন মাত্রা যোগ করবে।