১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Accident-motive

এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় ৫৮৩ নিহত, আহত ১২০২ জন : যাত্রী কল্যাণ সমিতি

এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় ৫৮৩ নিহত, আহত ১২০২ জন : যাত্রী কল্যাণ সমিতি

সমাজকাল প্রতিবেদক :

বিদায়ী এপ্রিল মাসজুড়ে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৬১০টি দুর্ঘটনায় ৬২৮ জন নিহত এবং ১২০৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে।

সড়ক দুর্ঘটনার চিত্র

গত এপ্রিল মাসে সড়কপথে ৫৬৭টি দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত ও ১২০২ জন আহত হয়েছেন। এর মধ্যে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন—যা সড়ক দুর্ঘটনার ৩৭.৯১ শতাংশ, মোট নিহতের ৩৯.২৭ শতাংশ এবং মোট আহতের ১৮.৬৪ শতাংশ।

বিভাগভিত্তিক চিত্র

সবচেয়ে বেশি দুর্ঘটনা: চট্টগ্রাম বিভাগে – ১৩৮টি দুর্ঘটনায় ১৩৬ জন নিহত, আহত ৩৭৭ জন।

সবচেয়ে কম দুর্ঘটনা: সিলেট বিভাগে – ২৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত, আহত ৫১ জন।

রেল ও নৌপথে দুর্ঘটনা

  • রেলপথে: ৩৫টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত, ৫ জন আহত।
  • নৌপথে: ৮টি ঘটনায় ১০ জন নিহত ও ১ জন নিখোঁজ।

দুর্ঘটনায় পরিচয় পাওয়া ব্যক্তিদের পেশাগত চিত্র

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন—

  • ১০ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য
  • ১৩৫ জন চালক
  • ১১২ জন পথচারী
  • ৭৫ জন শিক্ষার্থী
  • ১০০ জন নারী
  • ৭০ জন শিশু
  • ০১ জন সাংবাদিক, ০১ জন চিকিৎসক, ০১ জন মুক্তিযোদ্ধা, ০২ জন প্রকৌশলী

মোট ৮৩৯টি যানবাহনের বিশ্লেষণ

  • মোটরসাইকেল: ৩০.৩৯%
  • ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান: ১৭.৬৪%
  • বাস: ১৩.৭১%
  • ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক: ১৬.৬৯%
  • সিএনজি চালিত অটোরিকশা: ৭.৭৪%
  • নছিমন-করিমন-লেগুনা: ৭.২৭%
  • কার-জিপ-মাইক্রোবাস: ৬.৫৫%

দুর্ঘটনার ধরন বিশ্লেষণ

  • গাড়ি চাপা: ৫০.৯৭%
  • মুখোমুখি সংঘর্ষ: ২৩.৮০%
  • নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে: ১৮.৫১%
  • বিবিধ কারণ: ৫.৯৯%
  • ট্রেন-যান সংঘর্ষ: ০.৩৫%
  • ওড়না পেঁচিয়ে: ০.৩৫%

সড়কের ধরণ অনুসারে দুর্ঘটনা

  • জাতীয় মহাসড়ক: ৩১.৭৪%
  • আঞ্চলিক মহাসড়ক: ২৯.১০%
  • ফিডার রোড: ৩৩.৬৮%
  • ঢাকা মহানগরী: ৪.০৫%
  • চট্টগ্রাম মহানগরী: ১.০৫%
  • রেলক্রসিং: ০.৩৫%

যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দুর্ঘটনার কারণ

১. মোটরসাইকেল ও ব্যাটারিচালিত যানবাহনের অবাধ চলাচল
২. রোড সাইন ও আলোবিহীন সড়ক
৩. টার্নিং চিহ্নের অভাব
৪. নির্মাণ ত্রুটি, যানবাহনের যান্ত্রিক ত্রুটি
৫. উল্টোপথে চালানো, চাঁদাবাজি ও অদক্ষ চালক
৬. অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত সময় ধরে ড্রাইভিং

প্রস্তাবিত প্রতিকার ও সুপারিশ

১. মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি ও রেজিস্ট্রেশন বন্ধ
২. সড়কে রাতের জন্য আলো ব্যবস্থা
৩. দক্ষ চালক তৈরি ও ডিজিটাল ফিটনেস সনদ
৪. ধীরগতির ও দ্রুতগতির যান আলাদা লেনে চালানোর ব্যবস্থা
৫. চাঁদাবাজি রোধ ও চালকদের শ্রমঘণ্টা নির্ধারণ
৬. ফুটপাত ও পথচারী পারাপার ব্যবস্থা
৭. সড়ক পরিবহন আইন ডিজিটাল প্রয়োগ
৮. আধুনিক বাস নেটওয়ার্ক ও বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি
৯. মানসম্মত সড়ক নির্মাণ ও রোড সেফটি অডিট
১০. মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যান স্ক্র্যাপ করার উদ্যোগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn