১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উত্তাল ঢাবি ক্যাম্পাস, ভিসির পদত্যাগ দাবি

সমাজকাল ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ছাত্রদলের নেতাকর্মীরা দাবি তুলেছেন উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিছিল শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলটি পরে গিয়ে থামে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে, যেখানে ভিসির বাসভবনের সামনে তারা অবস্থান নেয়। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ বর্তমান প্রশাসন। উপাচার্য ও প্রক্টরের নৈতিকভাবে আর দায়িত্বে থাকার অধিকার নেই।” এ সময় ‘দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ’, ‘আমার ভাইয়ের লাশ পড়ে, প্রশাসন কী করে’ ইত্যাদি স্লোগানে মুখর হয় ভিসি চত্বর।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ আরও অনেকে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন এবং বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

সাম্যর মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ছিলেন সংগঠনের দীর্ঘদিনের নির্ভরযোগ্য ও পরীক্ষিত কর্মী। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “এই হত্যাকাণ্ড শুধুমাত্র সাম্য নয়, বরং পুরো ছাত্রসমাজের নিরাপত্তার ওপর চরম আঘাত।”

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn