১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Taka

ঈদের আগেই বাজারে আসছে নতুন ২০, ৫০ ও ১০০০ টাকার নোট

সমাজকাল প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বাজারে ছাড়া হচ্ছে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সীমিত পরিসরে নতুন এই তিন ধরনের নোট বাজারে ছাড়া হবে। তবে এসব নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। পরিবর্তে নতুন ডিজাইনে ফিরে আসছে পূর্বের কিছু নকশা ও সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের প্রতিচ্ছবি।

নতুন ডিজাইনে রাজনৈতিক প্রতিচ্ছবি
গাজীপুরের টাঁকশাল দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড সূত্রে জানা গেছে, নতুন নোটগুলোতে ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে কিছু গ্রাফিতি ও চিত্র সংযোজিত হয়েছে। এই নোটে বঙ্গবন্ধুর ছবি না রাখার সিদ্ধান্ত রাজনৈতিক বিতর্কের প্রেক্ষিতে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ছাপা প্রায় শেষ, শিগগির হস্তান্তর
বাংলাদেশ ব্যাংক ও টাঁকশালের একাধিক সূত্র জানিয়েছে, ২০ টাকার নোটের ছাপা প্রায় শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে এটি হস্তান্তর করা হবে। এর পরের সপ্তাহে ৫০ এবং ১০০০ টাকার নোট হস্তান্তর করা হবে। এরপর কেন্দ্রীয় ব্যাংক তা কখন বাজারে ছাড়বে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সীমিতসংখ্যক নোট, চাহিদার তুলনায় কম
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়সহ অন্যান্য শাখায় প্রাথমিকভাবে এই নোট সরবরাহ করা হবে। পরে ধাপে ধাপে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে তা বিতরণ করা হবে। তবে ঈদের আগে নতুন নোটের চাহিদা থাকলেও এবার তা সীমিতসংখ্যকেই আসছে, কারণ টাঁকশালের উৎপাদন ক্ষমতা এখনো সীমিত।

বিতর্কিত নোট বিনিময় স্থগিত
গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে বঙ্গবন্ধুর ছবিসংবলিত নতুন নোটের বিনিময় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়। পাশাপাশি ব্যাংকে সংরক্ষিত এসব নোট বিনিময় না করারও নির্দেশনা দেওয়া হয়। এর পর থেকেই বাজারে নতুন নোটের ঘাটতি দেখা দেয়, পুরনো ছেঁড়াফাটা নোটের প্রচলন বেড়ে যায়।

পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি
টাঁকশাল কর্তৃপক্ষ জানায়, নতুন নকশার নোট ছাপাতে এক থেকে দেড় বছর সময় লাগে। গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময় এই নোট ছাপানোর পরিকল্পনা নেওয়া হয়। গত ডিসেম্বরেই নোট ছাপানোর সিদ্ধান্ত কার্যকর হয়।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn