১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Ishrak

ইশরাকের সমর্থকদের নগর ভবন ‘ব্লকেড’, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে স্লোগান

সমাজকাল প্রতিবেদক :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে আজ পঞ্চম দিনের মতো নগর ভবন এলাকায় ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। সোমবার সকাল ৯টা থেকেই তারা নগর ভবনের সামনের সড়কে জড়ো হন এবং ১১টার দিকে পুরো এলাকা কার্যত অবরুদ্ধ করে ফেলেন।

সমর্থকরা নগর ভবনের সামনের প্রধান ফটকে ‘ঢাকাবাসী’ ব্যানার টাঙিয়ে অবস্থান নেন এবং ‘শপথ চাই’, ‘ইশরাক ভাই এগিয়ে চলো’—এমন নানা স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চেয়ে প্রতিবাদ জানান তারা।

সরাসরি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গোলাপ শাহ মাজার এবং নগর ভবনের সামনের সড়ক পুরোপুরি বন্ধ হয়ে আছে। বিক্ষোভকারীরা প্রতিবাদী গান পরিবেশন করছেন, ব্যানার-ফেস্টুন হাতে স্লোগান দিচ্ছেন এবং শপথ গ্রহণ বিলম্বিত করায় নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমালোচনা করছেন।

আন্দোলনের পটভূমি:
২৭ মার্চ ২০২৫: ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন।

২৭ এপ্রিল ২০২৫: নির্বাচন কমিশন রায়ের ভিত্তিতে গেজেট প্রকাশ করে।

১৫ মে ২০২৫: গেজেট প্রকাশের প্রায় তিন সপ্তাহ পার হলেও শপথ গ্রহণ না হওয়ায় ইশরাকের সমর্থকরা আন্দোলনে নামেন।

গত কয়েকদিনের আন্দোলন:
১৫ মে (বৃহস্পতিবার): ইশরাকের সমর্থকরা প্রথমবারের মতো ডিএসসিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

১৬ মে (শুক্রবার): ছাত্র, যুব ও নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরা যোগ দেন। নাগরিক প্ল্যাটফর্ম থেকে সমর্থন ঘোষণা।

১৭ মে (শনিবার): নগর ভবনের সামনে সমাবেশ হয়। সমর্থকরা মেয়র হিসেবে শপথ নিতে ইশরাকের প্রতি আহ্বান জানান।

১৮ মে (রবিবার): বিক্ষোভকারীরা নগর ভবনের মূল ফটকে তালা লাগানোর চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। সাবেক সচিব মশিউর রহমান ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা নির্বাচন কমিশন ও সরকারের কাছে জানতে চেয়েছেন—গেজেট প্রকাশিত হওয়ার পরও কেন ইশরাক হোসেনকে এখনো মেয়র হিসেবে শপথ নিতে দেওয়া হচ্ছে না।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn